মুখে দুর্গন্ধের সমস্যায় জেরবার ঘনিষ্ঠ মুহূর্ত, সমাধান আপনার হাতের নাগালেই
| Published : Aug 09 2021, 04:34 PM IST
মুখে দুর্গন্ধের সমস্যায় জেরবার ঘনিষ্ঠ মুহূর্ত, সমাধান আপনার হাতের নাগালেই
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
জল খান বেশি করে সারাদিনে পর্যাপ্ত পরিমাণ জল খান। একেবারে নয়, একটু একটু করে বার বার খান। এতে মুখের খাবারের কণা এবং অতিরিক্ত ব্যাকটেরিয়া ধুয়ে যায়। এছাড়াও মুখ শুকনো হয়ে গেলেও মুখে দুর্গন্ধ হয়। তাই বার বার জল খওয়া প্রয়োজন।
210
নারকেল তেল প্রতিদিন সকালে নারকেল তেল মুখের ভিতরে হালকা হাতে মালিশ করুন। তারপর উষ্ণ গরম জলে মুখ কুলকুচি করে ধুয়ে ফেলুন। নারকেল তেলে থাকা অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান সহজেই মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াদের মেরে ফেলে।
310
কিছু খাবার এড়িয়ে চলুন আপনার যদি মুখে দুর্গন্ধ হওয়ার সমস্যা থাকে, তাহলে আপনি কয়েকটি খাবার থেকে দূরে থাকুন। অতিরিক্ত ভাজাভুজি, চিপস বা চিনি যুক্ত স্নাক খাবেন না। এতে সমস্যা উলটে বাড়বে।
410
পুদিনাপাতা পুদিনাপাতে প্রাকৃতিক মাউন্ট ফ্রেশনার বলা যেতে পারে। এটি মুখের দুর্গন্ধ দূর করতে খুবই কার্যকরী। তাই মুখে গন্ধ হলে ২-৩ টে পুদিনাপাতা চিবিয়ে ফেলুন। এতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।
510
লবঙ্গ মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গর জুড়ি মেলা ভার। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোপাটিজ, যা সহজেই মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তাই মুখের এক কোনায় একটি লবঙ্গ ফেলে রাখুন। উপকার পাবেন।
610
দারুচিনি মুখের ভিতরে তৈরি হওয়া জীবাণু মেরে ফেলতে দারুচিনির কোনও বিকল্প নেই। ১ চামচ দারুচিনি পাউডারের সঙ্গে জল মিশিয়ে গরম করে নিন। এবারে মিশ্রণটি ছেঁকে নিয়ে কুলকুচি করুন। নিয়মিত এই অভ্যাস করলে মুখের দুর্গন্ধ থেকে অনেকাংশে মুক্তি মিলবে।
710
কফি খাওয়া কমান দিনে অতিরিক্ত কফি খাওয়ার অভ্যাস থাকলে তা পরিবর্তন করুন। কফি জিভের ওপর একটি প্রলেপ ফেলে যা অক্সিজেনের চলাচল বন্ধ করে দেয় এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে।যার ফলে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়।
810
টক দই গবেষণায় দেখা গেছে মুখের ব্যাকটেরিয়াকে দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত এক বাটি টক দই খেলে খুব সহজেই মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এর পাশাপাশি টক দই খাবার হজম করতেও কার্যকরী।
910
তাজা ফল নিয়মিত একটি করে কোনও সিজেনের ফল খাওয়া খুবই উপকারী। এতে শরীরে প্রয়োজনীয় পুষ্টির জোগান হয় এবং মুখের দুর্গন্ধও দূর হয়। যে কোনও ফল মুখে স্যালাইভা প্রবাহকে বাড়িয়ে দেয়। এতে মুখের ভেজাভাব বজায় থাকে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়াও দুর্বল হয়ে পড়ে।
1010
এছাড়াও মাথায় রাখবেন মুখ এবং গলার কিছু রোগের কারণেও মুখে দুর্গন্ধ হওয়ার সমস্যা দেখা দেয়। যেমন মাড়ির রোগ কিংবা টনসিলে পাথর হওয়া। কোনও উপায়েই যদি দুর্গন্ধ দূর না হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।