যৌন রোগ মানেই এইডস নয়, না লুকিয়ে জানুন এই উপসর্গ গুলি আছে কি
- FB
- TW
- Linkdin
ক্ল্যামিডিয়া যোনি পুরুষাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ এই রোগের লক্ষণ। গড়ে ৫০ শতাংশ পুরুষ এবং ৭০ শতাংশ মহিলার মধ্যে এই রোগ দেখা যায়। দ্রুত চিকিৎসা করে উঠলে এই রোগ থেকে সেরে ওঠা সম্ভব।
গনোরিয়াও একটি যৌন রোগ। সাধারণত এই রোগ ক্ল্যামেডিয়রা সঙ্গে সঙ্গেই হয়। এই রোগেও যোনি পুরুষাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ এবং মূত্র ত্যাগের সময় যন্ত্রনা হয়। চিকিৎসা না করালে সারা শরীরে ছড়িয়ে পড়ে এই রোগ।
৮০ শতাংশ মানুষ তাঁদের যৌনাঙ্গে যে হার্পিস রয়েছে, তা জানেন না। তাঁদের শরীর আশলে একটি ভাইরাস দ্বারা আক্রান্ত। অজান্তের তাঁরা সঙ্গী বা সঙ্গীনির শরীরে এই রোগ সংক্রামিত করে। যৌনাঙ্গে ছোটো ছোট ফোস্কা বা র ্যাশের লক্ষণ দেখা যায়।
প্রাচীন কাল থেকেই মানুষ সিফিলিসে আক্রান্ত হয়েছে। এই রোগে যৌনাঙ্গ, পায়ুদ্বারের মুখে আলসার হয়। যৌন রোগগুলির মধ্যে এটি অন্যতম মারণ রোগ। তবে ঠিক সময়ে ধরা পড়লে এই রোগও সারানো যায়।
যৌনাঙ্গে আঁচিল বা ওয়ার্ট। এটিও যৌনাঙ্গের চারিপাশে র ্যাশ তৈরি করে। এই রোগ সংক্রামিত হয়ে অন্যের শরীরে ছড়িয়ে পড়ে। ফোস্কার মত হয়, পরে আলচারে পরিণত হয়।
অনেকেই জানেন না যৌন সংসর্গের ফলে হেপাটাইটিস বি এর মতো রোগও ছড়াতে পারে। লিভার সংক্রান্ত জটিলতা, মূত্রের রঙ পরিবর্তন এবং গা বমি বমি ভাব দেখতে পাওয়া যায়।
যৌন সংসর্গে এইডস রোগ এক শরীর থেকে অন্য শরীরে যায়। সাধারণত এটি নিয়ে মানুষের ভূূল ধারণা থাকে। এইচআইভি ভাইরাস কিন্তু মারণ রোগ নয়, তবে এটি শরীরে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে।
মাথার চুলের মতো যৌনকেশেও উকুন থাকতে পারে । শারীরিক মিলনের সময় তা এক শরীর থেকে অন্য শরীরে চলে যায়। এই কারণে অনেকসময় যৌনাঙ্গের আশেপাশে চুলকানি তৈরি হতে পারে।
ট্রাইকোমোনিয়াসিস ও একটি যৌন রোগ। সঙ্গমের সময় যৌনাঙ্গে যন্ত্রনা এবং মূত্রত্যাগের সময়ও যন্ত্রনা হয়। যৌনাঙ্গ থেকে অস্বাভাভিক ক্ষরণ হতে থাকে।
ব্যাকটিরিয়াল ভ্যাজাইনোসে যৌনঙ্গে গন্ধ তৈরি হয়। এটি মূলত যোনি থেকে নিঃসরণে দুর্গন্ধের সৃষ্টি হয়। অনেকেই বুঝতে না পেরে সঙ্গীর উপর রাগ করেন। তবে অন্যান্য রোগের তুলনায় এই রোগ দ্রুত সেরে যায়।