- Home
- Lifestyle
- Relationship
- আপনার সম্পর্কে কি ফাটল ধরছে, পার্টনারের ব্যবহারের এই পরিবর্তনগুলো দেখে চটজলদি সতর্ক হন
আপনার সম্পর্কে কি ফাটল ধরছে, পার্টনারের ব্যবহারের এই পরিবর্তনগুলো দেখে চটজলদি সতর্ক হন
- FB
- TW
- Linkdin
সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় আমরা ছোট খাটো অনেক ভুল করে থাকি, যা এক কথায় বলতে গেলে পরবর্তীতে ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়।
অজুহাত দিয়ে এড়িয়ে যাওয়া- আমরা অনেক সময় ছোট ছোট দায়িত্বগুলোকে নানা অজুহাতে এড়িয়ে যেতে থাকি, তখনই বুঝতে হবে কোথাও একটা দুরত্ব তৈরি হয়চ্ছে।
মনের দুরত্ব বাড়া- কাজের চাপে ছোট ছোট বিষয়গুলো আর আলোচনা করা হয়ে ওঠে না। কিন্তু সেটা যেন অভ্যাসে পরিণত না হয়ে যায়।
কথায় কথায় মিথ্যে বলা- কথায় কথায় মিথ্যে বলা, একটা সময়ের পর আপনি বুঝতে পারবেন যে আপনার পার্টার আপনাকে কোনও কিছু গোপন করার চেষ্টা করছে, সমস্যার শুরু হয় সেখান থেকেই।
পারিবারিক অনুষ্ঠান এড়িয়ে যাওয়া- আপনাকে নিয়ে কোথাও যাওয়া, বা পরিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকছে আপনার পার্টনার! তাহলে কথা বলুন খুলে।
নিজেদের সময় কমে যাওয়া- একে অন্যকে সময় দিয়ে উঠতে পারছেন না! বা আপনার পার্টনার আপনার জন্য সময় করতে পারছে না, একটা সময়ের পর বিষয়টা নিয়ে খুলে কথা বলুন।
বিশেষ দিনগুলোর গুরুত্ব না দেওয়া- আপনার সঙ্গে কী বিশেষ দিনগুলো কাটানোরও সময় নেই আপনার পার্টনারের, কাজের চাপে সময় নাই পেতে পারেন, কিন্তু উইস করতেও ভুলে গেছেন, একবার না বারে বারে এইভুল, তাহলে সতর্ক হন।