- Home
- Sports
- Other Sports
- টোকিও অলিম্পিক মাতাতে চলেছেন সুন্দরী শুটার অপূর্বি চান্ডেলা, তার জীবন কাহিনি আপনাকে উদ্বুদ্ধ করবে
টোকিও অলিম্পিক মাতাতে চলেছেন সুন্দরী শুটার অপূর্বি চান্ডেলা, তার জীবন কাহিনি আপনাকে উদ্বুদ্ধ করবে
- FB
- TW
- Linkdin
২০১৪ সালে কেরিারের সব থেকে বড় সাফল্য পান তিনি। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন অপূর্বি। তারপরই সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি।
২০১৫ সালে চাংওয়ানে কেরিয়ারের প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করেন অপূর্বি ও সেখানে ব্রোঞ্জ মেডেলল পান। যার সুবাদে ২০১৬ সালে রিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করেন।
কিন্তু রিও অলিম্পিক থেকে খালি হাতেই ফিরতে হয় অপূর্বিকে। ১০মিটার এয়ার রাইফেলে ৫১ জনের মধ্যে ৩৪ নম্বরে শেষ করেন তিনি। তবে রিও অলিম্পিকের অভিজ্ঞতা ভবিষ্যতে তার কাজে লাগবে বলে জানান অপূর্বি।
২০১৯ সালে কেরিয়ারে একের পর এক সাফল্য পান অপূর্বি চান্ডেলা। দিল্লিতে আয়োজিত আইএসএসএফ বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফালে বিশ্বরেকর্ড গড়েন তিনি।
সেই বছরে বেজিং বিশ্বাকাপে চতুর্থ হয়ে টোকিও অলিম্পিকের টিকিট পাকা করেন চান্ডেলা। সেই বছরই মিউনিখে বিশ্বকাপে আরও একটি গোল্ড মেডেল পান তিনি।
এই সাফল্যের পর ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসেন অপূর্বি চান্ডেলা। তবে হার-জিৎ-সাফল্য-ব্যর্থতা সব কিছুকেই সমানভাবে গ্রহণ করেন তিনি ও আরও উন্নতি করার চেষ্টা করেন।
দেখতেও খুবই সুন্দরী ভারতীয় এই শুটার। লুকসের দিক থেকে কোনও মডেল অভিনেত্রীর থেকে কম নন অপূর্বি চান্ডেলা।
সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় তারকা শুটার। ঘনঘন নিজের ছবি শেয়ার করেন তিনি। খেলা থেকে শুরু করে বিভিন্ন মুহূর্তের ছবি।
সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও আকাশ ছোঁয়া। কোনও ছবি শেয়ার করলে মুহূর্তের মধ্যে লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়।