জলের দরে দুর্দান্ত ফিচার, ৮ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে পোকো এম টু স্মার্টফোন
- FB
- TW
- Linkdin
পোকো এর আগে জানিয়েছিল যে এই আসন্ন স্মার্টফোনটি ৬ জিবি র্যাম সহ সস্তার স্মার্টফোন হবে এবং এটি এফএইচডি + ডিসপ্লে দেওয়া হবে। এখন জানা গেল এতে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফ্লিপকার্টে প্রকাশিত টিজারের ব্যানার থেকে এই তথ্য পাওয়া গেছে।
মেমরি-
পোকো এম টুএ একক ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এতে রয়েছে ৬ জিবি ব়্যাম
অপারেটিং সিস্টেম-
পোকো এম টুএ ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ভি ১০ এবং মিডিয়াটেক হেলিও জি৮৫।
স্ক্রিন-
পোকো এম টু -তে ৬.৫৩-ইঞ্চ ফুল এইচডি প্লাস ১০৮০x২৩৪০ পিক্সেল-এর এলসিডি মাল্টি টাচ ডিসপ্লে। সেই সঙ্গে রয়েছে চোখের দৃষ্টিশক্তি রক্ষার জন্য নাইটমোড ও রয়েছে কোর্নিং গরিলা গ্লাস।
ক্যামেরা-
ফটোগ্রাফির জন্য এটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। এটিতে ৪৮ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর, ৮-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ২-মেগাপিক্সেল ডেপ্থ লেন্স ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে।
সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে,১৩-মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা সেন্সর। এর পাশাপাশি রয়েছে এইচডিআর প্যানোরমার মত সুবিধা।
কানেক্টিভিটি-
কানেক্টিভিটির জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে ওয়াইফাই ৮০২.১১ বি / জি / এন। ব্লুটুথ ভি৫.০ এর ওয়্যারলেস প্রযুক্তি। ইউএসবি টাইপ-সি এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক রয়েছে। সুরক্ষার জন্য, এটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটিতে রয়েছে ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ ৫০২০ এমএএইচ-এর ব্যাটারি রয়েছে।
দাম-
পোকো এম টুএ সো ব্লু এবং সো হোয়াইট রঙের ভেরিয়েন্টে কেনা যাবে। ভারতীয় বাজারে এই ফোনের দাম ১১,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। পোকো এম টুএ ফ্লিপকার্টে ও অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে।