লকডাউনের পর কেমন ছবি পুরীতে, দর্শণ থেকে হোটেল বুকিং-এর বিস্তারিত খবরাখবর
- FB
- TW
- Linkdin
হাতের কাছে কম বাজেটের ট্রিপ মানেই কারুর কাছে পুরী, আবার জগন্নাথ দর্শণ তীর্থ মানেও হাজার হাজার মানুষের মুখে এই একটাই নাম পুরী।
কম খরচে সমুদ্র সৈকত থেকে শুরু করে জগন্নাথ দর্শণ, কয়েকদিনের জন্য হাওয়া বদল মানেই যাঁদের কাছে পুরী তাঁদের জন্য রইল এবার সুখবর।
ধীরে ধীরে ছন্দে ফিরছে পুরী। অগাস্ট মাস থেকেই পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে।
করোনার কোপে বন্ধ রাখা হয়েছিল পুরীর দরজা। এখন তা পর্যটকদের জন্য খুলে দেওয়া হলেও রয়েছে একাধিক বিধি নিষেধ।
খোলা হচ্ছে না সব হোটেল। যে হোটেল খোলা, তার মধ্যে সব কটা রুম খোলা থাকছে না। নজর দেওয়া হচ্ছে স্যানিটাইজেশনে।
মেনে চলতে হচ্ছে নির্দেশিকা। পর্যটকেদেরও সুরক্ষার কথা মাথায় রেখে ভ্রমণে অনুমতী দেওয়া হচ্ছে। বেশি ভিড় করা যাবে না।
তবে পুরীর মূল আকর্ষণ জগন্নাথ মন্দির। সেখানে এখনও পর্যন্ত পর্যটকদের ঢোকার থেকে কোনও নির্দেশিকা জারি করা হয়নি।
যার ফলে এখন পুরী ভ্রমণ সম্ভবপর হলেও মন্দির দর্শণ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। হোটেলের ক্ষেত্রে, বুকিং করা যাচ্ছে অনলাইনে।
দীর্ঘ মন্দার পর খোলা হয়েছে হোটেল। তাই এবার ভাড়াও বেশ খানিকটা কমিয়েই রাখা হল।