- Home
- Lifestyle
- Travel
- শীতের ভ্রমণে সিকিম, ট্রাভেলকার্ড বাধ্যতা মূলক, কী এই কার্ড, প্ল্যানিং করার আগে জানুন
শীতের ভ্রমণে সিকিম, ট্রাভেলকার্ড বাধ্যতা মূলক, কী এই কার্ড, প্ল্যানিং করার আগে জানুন
- FB
- TW
- Linkdin
সিকিম ট্রিম প্ল্যানিং করার আগে ভালো করে জেনে নিন এবার সিকিমে যেতে গেলে ঠিক কী কী নিয়ম আপনাকে মেনে চলতে হবে।
করোনার জন্য দার্জিলিং ভ্রমণে রয়েছে ছাড়। কিন্তু সিকিমে রয়েছে একাধিক বাধা নিশেধ, যা না মেনে বা না জেনে গেলে ঘুরতে দেওয়া হচ্ছে না পর্যটকদের।
সিকিমে যাওয়ার জন্য করাতে হচ্ছে ট্রাভেল কার্ড। এই ট্রাভেল কার্ড পাওয়া যাবে অনলাইনে। যে কজন যেতে চান, প্রত্যেককেই ভরতে হবে এই ফর্ম।
যেখানে দিতে হবে নিজের পরিচয় পত্র। তালিকাতে রয়েছে পাসপোর্ট, ভোটার কার্ড, রেশন কার্ড বা বার্থ সার্টিফিকেট।
এগুলো না থাকলে এই ফর্ম ভর্তি করা যাবে না। এবং সিকিমে প্রবেশ দ্বারেই আপনাকে আটকে দেওয়া হবে।
এছাড়াও বেশ কিছু হোলেটে রয়েছে উল্লেখ করোনা টেস্টের। যদিও এখন তা জরুরী নয়। তবে কিছু কছু জায়গায় ৭২ ঘণ্টা আগে করানো টেস্ট লাগছে।
যাওয়ার আগে হোটেলে ফোন করে বিস্তারিত জেনে নিন তাঁদের কী কী নিয়ম আছে। কী কী কাগজ জমা দিতে হচ্ছে।
পরবর্তীতে কোনও বড় বিপদ এড়াতে অবশ্যই এইগুলো আগে থেকে জেনে যান, নয়তো নাজেহাল হতে হবে।