- Home
- Lifestyle
- Travel
- খুলে গেল পুরীর মন্দিরের দরজা, কবে থেকে পর্যটকদের প্রবেশে ছাড়পত্র, লাগবে কোভিড রিপোর্ট
খুলে গেল পুরীর মন্দিরের দরজা, কবে থেকে পর্যটকদের প্রবেশে ছাড়পত্র, লাগবে কোভিড রিপোর্ট
বাংলার পর্যটকদের কাছে পুরী এক আকর্ষণীয় জায়গা। প্রতিবছরই হাজার হাজার ভক্তদের ভিড় নামে এই স্থানে। কিন্তু করোনার কোপে বনন্ধ করে দেওয়া হয়েছিল পুরী মন্দিরের দরজা। মঙ্গলবার সকালেই খুলল মন্দির। কবে থেকে পর্যটকদের প্রবেশে ছাড়পত্র...
| Dec 23 2020, 12:08 PM IST
- FB
- TW
- Linkdin
)
টানা ৯ মাস পর খুলে গেল পুরীর দরজা। করোনার জেরে বন্ধ ছিল পুরী মন্দির। স্থানীয়রাও সেখানে প্রবেশ করতে পারতেন না।
Subscribe to get breaking news alerts
মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ খুলল পুরীর দরজা। স্থানীয়রা মন্দির দর্শণ করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত মূল দরজা খোলা থাকবে।
তবে পুরীর দরজা খুললেও জগন্নাথ দেবের দর্শণ মিলছিল না। ফলে অনেকেই ভ্রমণ তালিকা থেকে বাদ রেখেছিলেন পুরীকে।
পর্যটনে পড়ছিল বড় কোপ। সেই দিকের কথা মাথায় রেখেই এবার পর্যটকের মিলল দর্শণের অনুমতী। ৩ জানুযায়ী থেকে ভিন্ন রাজ্যের পর্যটকেরা মন্দিরে যেতে পারবেন।
তবে মানতে হবে একাধিক শর্ত। মুখে মাস্ক থাকা জরুরী। মানতে হবে সামাজিক দুরত্ব। প্রতিদিন ৫০০০ দর্শণার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন।
তবে থাকতে হবে কোভিড ১৯ টেস্টের রিপোর্ট। মন্দিরে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে করাতে হবে করোনা টেস্ট।
টেস্ট রিপোর্ট দেখিয়ে তবেই প্রবেশ করা যাবে মন্দিরে। যার ফলে খানিক জটিলতা তো থেকেই যাচ্ছে। তবে এতদিন পর জগন্নাথ দেবের দর্শণ করতে পেরে মুগ্ধ স্থানীয়রা।