শীতকাল মানেই পিকনিক, শীতের মরসুমে পিকনিক সারুন এই ৫ জায়গায়
First Published Jan 4, 2021, 1:48 PM IST
শীতকাল মানেই পিকনিক। শীতের রোদ গায়ে মেখে পিকনিক করতে পছন্দ করেননা এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। শীতকালে কম বেশি সকলেই পিকনিক করেই থাকেন। তবে কোথায় পিকনিক করবেন সেটা ভাবলেই পরতে হয় ধন্দে। এবার শীতে পিকনিক করে আসুন এই ৫ জায়গার একটি থেকে।

ফলতা- কলকাতা থেকে ফলতার দূরত্ব ৫২.৯ কিলোমিটার। কলকাতার কাছাকাছি অবস্থিত অন্যতম সেরা পিকনিকের জায়গা এই ফলতা। পিকনিকের পাশাপাশি এখানে নৌকায় করে ঘোরারও ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে অসাধারণ পরিবেশ। শহরের দমবন্ধ করা পরিবেশ থেকে বেরিয়ে সেখানে গিয়ে একটা দিন কাটিয়ে এলে মন ভালো হয়ে যাবে সবারই।

মাছরাঙা দ্বীপ- কলকাতা থেকে কিছুটা দূরে হলেও অসাধারণ একটা ঘুরতে যাওয়ার জায়গা। কলকাতা থেকে ১১৩ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপ। হাতে একটু সময় নিয়ে বেরিয়ে পড়ুন এই দ্বীপের উদ্দেশ্যে। তারপর সেখানে পরিবারের সঙ্গেই সারুন পিকনিক। এখানে পিকনিক করতে হলে আলাদা করে কোনও খরচ নেই। নিজেদের খাওয়া-দাওয়া খরচ ও যাতায়াতের খরচটা ছাড়া আর কোনও খরচ নেই সেখানে পিকনিকের। তাই সাধ্যের মধ্যেই এটি একটি অসাধারণ ঘুরতে যাওয়ার জায়গা বলাই যায়।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন