- Home
- Lifestyle
- Travel
- করোনার মাঝেই ট্রাভেল প্ল্যানিং করছেন, ব্যাগে এই কয়েকটি জিনিস না রাখলেও মারাত্মক বিপদ
করোনার মাঝেই ট্রাভেল প্ল্যানিং করছেন, ব্যাগে এই কয়েকটি জিনিস না রাখলেও মারাত্মক বিপদ
ধীরে ধীরে ছন্দে ফিরছে পর্যটন। এমনই সময় ভ্রমণের একাধিক পরিকল্পনা করে ফেলছেন বহু পর্যটকেরাই। যাঁরা এতদিন অপেক্ষায় দিন গুণছিলেন, তাঁদের সম্প্রতি মিলেছে ছাড়পত্র। একে একে খুলে যাচ্ছে সমস্ত পর্যটনের দরজাই।
- FB
- TW
- Linkdin
বর্তমানে বাড়ি থেকে বেরনোর অর্থই একাধিক সতর্কতা মেনে পথ চলা। ট্রেভেলের ক্ষেত্রে কোনও খামতি রাখা মানেই তা মস্ত বিপদ ডেকে আনতে পারে।
তাই ব্যগ গোছানোর আগেই তাতে ভরে ফেলেন একটি হ্যান্ড স্যানিটাইজার। কোথায় পাওয়া যাবে বা যাবে না, তাই নিজের স্যানিটাইজার থেকেই শ্রেয়।
সাবান, যত্র তত্র এতে ওতে হাত দিয়ে ফেলা, খাবার খাওয়া থেকে শুরু করে গাড়ির দরজা খোলা, হাত সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
নিজের জলের বোলত ব্যাগে রাখুন। বর্তমানে কারুর থেকে কিছু নিয়ে খাওয়া এক কথায় অবাস্তব বিষয়। তাই নিজের জল নিজেরকাছে রাখাই সঠিক।
বাথরুম সিট স্যানিটাইজার। হোটেল হোক বা রাস্তার সুলভ কমপ্লেক্স, কোমট ব্যবহার করার আগেই তা স্যানিটাইজ করে নিন।
অতিরিক্ত মাস্ক, ব্যাগে সব সময় একটা অতিরিক্ত মাস্ক রেখে দেবেন। একটা মাস্ক যদি হারিয়েও যায়, তবে তৎক্ষণাৎ অসুবিধেতে পড়তে হবে না।
ড্রাই ফ্রুটস সঙ্গে রেখে দিন। য়েখানে সেখানে খাবার না খাওয়াই উচিৎ। হাত পরিষ্কার করে তবেই খাবার খেতে হবে। তাই সামান্য খিদেতে সঙ্গে থাকা ড্রাই ফ্রুডই খেয়ে নিতে পাড়বেন।
লিকুইট সোপ সঙ্গে রাখবেন, হোটেলে গিয়ে সকলের ব্যাবহার করা সোপ না নেওয়াই শ্রেয়। নিজের রুমাল-তোয়ালে নিজে ব্যবহার করুন।