কাঞ্চনজঙ্ঘা অনেক হল, কম খরচে এবার করুন এভারেস্ট দর্শন করুন, হানিমুন ডেস্টিনেশন এবার নেপাল
First Published Feb 23, 2021, 12:59 PM IST
শীতের আমেজ এবার শেষের পথে। মার্চ-এপ্রিলের ট্রিপ প্ল্যানিং শুরু। পরিবারের সকল সদস্যদের কথা মাথায় রেখে এবার তালিকাতে রাখুন নেপাল। ধর্মীয় স্থান থেকে শুরু করে ট্রেকিং-এর স্বাদ, সবই মিলবে সাত দিনের এই ট্রিপে। মিলতে পারে জঙ্গল ভ্রমণের অভিজ্ঞতা।

নেপাল ভ্রমণ মানেই একই সঙ্গে একাধিক ভ্রমণের অভিজ্ঞতা। এই জায়গায় ভ্রমণের আদর্শ সময় হল অক্টোবর থেকে এপ্রিল মাস।

বর্ষার সময় এই জায়গার আলাদা সৌন্দর্য থাকে। তবে প্রথমবার বেড়াতে গিয়ে এই জায়গায় বর্ষায় না আসাই শ্রেয়।

নেপাল যাওয়ার বেশ কয়েকটি রুট রয়েছে। যার মধ্যে অন্যতম হল রক্সল, শিলিগুড়ি, গোরক্ষপুর, শিলিগুড়ি।

এখানে যেতে হলে কোনও ভিসা পাসপোর্টের প্রয়োজন হয় না ভারতীয়দের ক্ষেত্রে। সঙ্গে ছবি সহ আইকার্ড থাকতে হবে কাছে।

এখানে মিলবে ট্রেকিং-এর স্বাদ। একাধিক জায়গায় ট্রেকিং হয়। এমন কী মাউন্ট এভারেস্টের ট্রেকিংও এখান থেকেই শুরু হয়।

ভ্রমণের তালিকাতে থাকতে পারে কাটমান্ডু, পোখরা, নগরকোর্ট প্রভৃতি। প্রতিটি জায়গাতে আলাদা আলাদা গাড়ির খরচ।

পোখরাতে যাওযার জন্য থাকে বিশেষ বাসের সুবিধা। যা ছারে সকাল ৭ থেকে ৭.৩০-র মধ্যে। খরচ মাথা পিছু ৬০০ থেকে ২০০০ টাকা।

এই ট্রিপের জন্য সময় লাগে সাত দিন। শেষে চিতওয়ান ফরেস্টে জঙ্গল সাফারি করার পরিকল্পনাও ভ্রমণ তালিকাতে রাখতে পারেন।

এই ট্রিপের জন্য সময় লাগে সাত দিন। শেষে চিতওয়ান ফরেস্টে জঙ্গল সাফারি করার পরিকল্পনাও ভ্রমণ তালিকাতে রাখতে পারেন।

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?