- Home
- Lifestyle
- Travel
- ইকো থেকে নিকোপার্ক, বড়দিন বা নিউইয়ারে কড়া নিয়ম, শহরের বুকে ডে প্ল্যানিং-এর সেরা ঠিকানা
ইকো থেকে নিকোপার্ক, বড়দিন বা নিউইয়ারে কড়া নিয়ম, শহরের বুকে ডে প্ল্যানিং-এর সেরা ঠিকানা
- FB
- TW
- Linkdin
ইকো পার্ক- দিনভর চুটিয়ে পিকনিকের সেরা ঠিকানা এখন ইকোপার্ক। তবে বড়দিন ও নিউইয়ার উপলক্ষ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মুখে মাস্ক থাকা জরুরী। প্রতিটি জায়গা ঘণ্টায় ঘণ্টায় সাফাইয়ের সিদ্ধান্ত।
ভিক্টোরিয়া- ভিক্টোরিয়ায় ঘোরার প্ল্যানিং করে নেওয়া যেতেই পারে, প্রতিবারের মত এবারও যেদি এমনটাই ভেবে থাকেন তবে ভুল করবেন। কারণ করোনার কোপে এখনও খোলেনি ভিক্টোরিয়ার দরজা।
চিড়িয়া খানা- দিনভর ঘোরার প্ল্যানিং থাকলে চিড়িয়াখানা কখনই ঠিকানা হতে পারে না। কারণ ভিড় এড়াতে মাত্র তিন থেকে চার ঘণ্টাই অনুমতী দেওয়া হচ্ছে এখানে থাকার জন্য। অনলাইনে কাটতে হচ্ছে টিকিট।
নিকো পার্ক- মাস্ক পরে থাকা জরুরী, নয়তো পার্কে প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি দোলনাতে উঠতে গেলেও মাস্ক পরে থাকতে হবে। প্রবেশমূল্য ৩০০ টাকা প্যাকেজ পাথা পিছু সাড়ে আটশো টাকা।
মিলিয়াম পার্ক- রাত আটটা পর্যন্ত খোলা এই তিনটে পার্কের দরজা। তবে মেনে চলতে হবে সোশ্যাল ডিস্টেন্স।
সায়েন্সসিটি- সন্ধ্যে ৬টা পর্যন্ত সায়েন্সিটির দরজা খোলা থাকে। প্রবেশ মূল্য মাত্র ৬০ টাকা। নিয়ম মেনে স্যানিটাইজেশন করে, মাস্ক পরে তবেই প্রবেশ করতে হবে এই পার্কে।
প্রিন্সেপ ঘাট- গঙ্গা বক্ষে ভ্রমণ, খোলামেলায় পিকনিক, খানিকটা সময় একটু অন্যভাবে কাটিয়ে নেওয়া যেতেই পারে।