ইকো থেকে নিকোপার্ক, বড়দিন বা নিউইয়ারে কড়া নিয়ম, শহরের বুকে ডে প্ল্যানিং-এর সেরা ঠিকানা
First Published Dec 24, 2020, 1:51 PM IST
বছর শেষে ষেন অনেকটাই ঝারা হাতপা। এক কথায় বলতে গেলে সারা বছর দমবন্ধ করা পরিস্থিতি থেকে খানিক ছুটি। তাই বড়দিন হোক বা নতুন বছররের শুরু, সকলেই খানিক হলেও বাড়ি ছেড়ে ভ্রমণ পথে পা বাড়াতে উদ্যোগি। তাই এক নজরে দেখে নেওয়া যাক কলকাতার বুকে থাকা বিনোদনের ঠিকানাগুলো কীভাবে সেজে উঠেছে...

ইকো পার্ক- দিনভর চুটিয়ে পিকনিকের সেরা ঠিকানা এখন ইকোপার্ক। তবে বড়দিন ও নিউইয়ার উপলক্ষ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মুখে মাস্ক থাকা জরুরী। প্রতিটি জায়গা ঘণ্টায় ঘণ্টায় সাফাইয়ের সিদ্ধান্ত।

ভিক্টোরিয়া- ভিক্টোরিয়ায় ঘোরার প্ল্যানিং করে নেওয়া যেতেই পারে, প্রতিবারের মত এবারও যেদি এমনটাই ভেবে থাকেন তবে ভুল করবেন। কারণ করোনার কোপে এখনও খোলেনি ভিক্টোরিয়ার দরজা।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন