- Home
- Lifestyle
- Travel
- পাহাড়ে না চড়েই হিমালয়ের ৮টি শৃঙ্গ ভ্রমণের সুবর্ণ সুযোগ , এই সফরে রেকর্ড বুকে নাম তোলার হাতছানি
পাহাড়ে না চড়েই হিমালয়ের ৮টি শৃঙ্গ ভ্রমণের সুবর্ণ সুযোগ , এই সফরে রেকর্ড বুকে নাম তোলার হাতছানি
বেড়ানোটা অনেক মানুষের প্যাসান। কেউ সমুদ্র ভালোবাসেন তো কেউ আবার পাহাড়। অনেকেরই আবার পছন্দ ধুসর মরুভূমি। কিন্তু এবার আপনাকে যে জায়গার কথা বলছিল সেখানে ভ্রমণের সঙ্গে সঙ্গে আপনি একটি রেকর্ডেরও মালিক হয়ে যাবেন। তবে তার জন্য লাগবে সাহস আর পয়সা। হিমালয় ভ্রমণ। তবে একটু ভুল হল, বলা ভালো হিমায়লের শৃঙ্গ ভ্রমণ।
| Published : Sep 14 2021, 03:43 PM IST
- FB
- TW
- Linkdin
একটি বেসরকারি পর্যটন সংস্থা হিমালয়ের শৃঙ্গ ভ্রমণের পরিকল্পনা করেছে। এক এক করে অভিযাত্রীদের হিমালয় জুড়ে রেকর্ড ভাঙার গ্লাইডার সফর ওঠার সুযোগ দেবে। একই সঙ্গে চার সপ্তাহের জন্য নেপাল সফরেরও সুযোগ দেওয়া হবে।
একটি বেসরকারি পর্যটন সংস্থা হিমালয়ের শৃঙ্গ ভ্রমণের পরিকল্পনা করেছে। এক এক করে অভিযাত্রীদের হিমালয় জুড়ে রেকর্ড ভাঙার গ্লাইডার সফর ওঠার সুযোগ দেবে। একই সঙ্গে চার সপ্তাহের জন্য নেপাল সফরেরও সুযোগ দেওয়া হবে।
এই উড়ানে একজন ভ্রমণকারী আর ফ্লাইট ক্রু থাকবে। হিমালয় পর্বতশ্রেণীর প্রায় ৮টি শৃঙ্গের ওপর দিয়ে উড়ে যাবে গ্লাইডার। কাঙঞ্চনজঙ্ঘা, ধৌলাগিরি দেখাবে আপনাকে। পুরো ভ্রমণ সম্পূর্ণ হতে সময় লাগবে ৬-১০ ঘণ্টা।
উত্তেজনাপূর্ণ এই সফরে আপনি ২৪৯ মাইল গতিতে ৩২ হাজার ফুট উঁচু দিয়ে উড়ে যাবেন। তলায় থাকবে শ্বেত শুভ্র হিমালয়। তবে স্বপ্নের ওই উড়ানের আগে আপনাকে অবশ্যই পোখারার একটি বেশক্যাম্পে এক মাসের প্রশিক্ষণ দেওয়া হবে।
রুকি গ্লাইডার ক্যাম্পেই এই প্রশিক্ষণ চলবে। প্রয়োজনীয় শারীরিক কসরতের পাশাপাশি টেস্ট ফ্লাইয়েরও ব্যবস্থা থাকবে। একই সঙ্গে কাস্টম-বিল্ট গ্লাইডারের সঙ্গেই পরিচয় করিয়ে দেওয়া হবে। এটি বিশেষভাবে তৈরি অক্সিজেন সিস্টেম- যা আপনাকে সফরের সময় সুরক্ষিত রাখবে।
সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, সকলকেই বিশেষ গুরুত্বসহকারে প্রশিক্ষণ দেওয়া হবেয হিমালয়ের নির্মল রূপ পাহাড় প্রেমীদের কাছে তুলে ধরেই একমাত্র লক্ষ্য। তবে পর্যটকদের কথা মাথায় রেখে হিমালয়ের পাদদেশে যে বেসক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে তা অত্যান্ত রাজসিক. বিলাসবহুল আর আরামদায়ক।
চার সপ্তাহের এই ভ্রমণের জন্য আপনি আপনার অতিথি ও প্রিয়জনদের নেপালে নিয়ে আসতে পারেন। আপনি যখন প্রক্ষিশণ নেবেন তখন আপনার সঙ্গীরা নেপাল ঘুরে দেখার সময় পাবেন।
অভিনব পদদ্ধতিতে হিমালায় দর্শন শুরু হবে চলতি বছর ডিসেম্বর মাস থেকে। তবে মাত্র চার সপ্তাহই সময় পাওয়া যাবে। কারণ এই সময় প্রবল ঠান্ডায় হিমালয়ের আবহাওয়া গ্লাইডার রাইডিং-এর পক্ষে উপযোগী।
তবে সবকিছু ঠিক থাকলে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি-তেই এই উড়ান পরিষেবা চালু থাকবে। যদি পর্যটকরা সাড়া দেন, তাহলে আগামী বছর নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এই পরিষেবা নতুন করে চালু করা হবে।
গ্লাইডার ফ্লাইটের নেতৃত্ব দেবেন ক্লাউস ওলম্যান। যাঁর হাতে রয়েছে ৬০টিরও বেশি বিশ্বরেকর্ড। তিনিই প্রথম ব্যক্তি যিনি মাউন্ট ওভারেস্টের ওপর দিয়ে গ্লাইডার উড়িয়েছিলেন। গ্লাইডারে ৩০৭ কিলোমিটার প্রতি ঘণ্টায় উড়ানের রেকর্ডও তার হাতে রয়েছে। তাই ক্লাউসের নেতৃত্বে আপনি একটি স্কাই সার্ফারও যেতে পারেন বলা যেতে পারে।