- Home
- World News
- International News
- উৎসবের আগুন থেকেই দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার বনভূমি, পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা
উৎসবের আগুন থেকেই দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার বনভূমি, পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা
- FB
- TW
- Linkdin
এক দম্পতি তাঁদের শিশুর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানের আতশবাজির আগুনেই পুড়ে ছারখার হয়ে গেল ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ বনভূমি।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে, একটি আনন্দের অনুষ্ঠান ছিল। কিন্তু সতর্কতা না থাকায় তা পরিণতি ভয়ঙ্কর হতে চলেছে। দম্পতি আগুন লেগে যাওয়ার পর বাড়িতে থাকা জলের বোতল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিল। কিন্তু গোটা পরিস্থিতি তাদের হাতে বাইরে চলেগিয়েছিল বলেও জানিয়েছে প্রশাসন।
স্থানীয় প্রশাসনের হিসেব এখনও পর্যন্ত প্রায় ২০ লক্ষ একর বনভূমি চলে গেছে আগুনের গ্রামে। ১৫ অগাস্ট থেকে চলা দাবানল এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি।
দাবানলের কারণে বনভূমি সংলগ্ন বিস্তীর্ণ এলাকা রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। আগুন নিয়ন্ত্রণে আনতে ৫০০ দমকল কর্মী কাজ করছেন। চারটি হেলিকপ্টারের মাধ্যেমে সমানে জল দেওয়া হচ্ছে।
বনভূমি সংলগ্ন বহু মানুষেই প্রাণ হাতে নিয়ে ঘরবাড়ি পরিত্যাগ করে চলে গেছেন। যাঁরা রয়েগেছেন তাঁদেরও সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। বেশ কয়েকজনকে ধোঁয়ার মধ্যে থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ক্যালিফোর্নিয়া সংলগ্ন ভেনচুরা ও লস অ্যাঞ্জেলস কাউন্টিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তীব্র হাওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে ন্যাশানাল ফরেস্ট, সিয়েরা ন্যাশানাল ফরেস্ট, সেকুয়া ন্যাশানাল ফরেস্ট, ইনিও ন্যাশানাল ফরেস্ট, লস ক্লিভল্যান্ড ন্যাশানাল ফরেস্টের।
বনভূমিতে দাউ দাউ করে আগুন জ্বলায় ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। রবিবার লস অ্যাঞ্জেলসএর তাপমাত্রা ছিল ৪৯.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে চলতি সপ্তাহেই তাপমাত্রা কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
বনভূমিতে দাউ দাউ করে আগুন জ্বলায় ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। রবিবার লস অ্যাঞ্জেলসএর তাপমাত্রা ছিল ৪৯.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে চলতি সপ্তাহেই তাপমাত্রা কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।