বছর শেষে ট্য়ুইটারের তালিকা প্রকাশ, কোথায় রয়েছেন মোদী, দেখে নিন জনপ্রিয় হ্যাসট্যাগ কী
First Published Dec 9, 2020, 8:42 PM IST
প্রায় শেষর দিকে পৌঁছে গেছে ২০২০। শুরু হয়েগেছে হিসেব নিকেশের পালা। মাইক্রো ব্লগিং সাইটগুলিও পর্যালোচনা করছে। আর তাতেই সামনে এসেছে জনগণের উদ্দেশ্যে সবথেকে বেশি ট্যুইট কে করেছেন কোন রাষ্ট্রনেতা? ট্যুইটারের পক্ষ থেকে জানান হয়েছে চলতি বছর সবথেকে বেশি ট্যুইট করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আর দ্বিতীয় স্থানে রয়েছে হবু মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। এঁদের থেকে অনেকটাই নিচের দিকে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন