- Home
- World News
- International News
- তিনিই ভারতীয়দের প্রথম পছন্দ, কমলা হ্যারিসের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে এবার দাবি ট্রাম্পের
তিনিই ভারতীয়দের প্রথম পছন্দ, কমলা হ্যারিসের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে এবার দাবি ট্রাম্পের
- FB
- TW
- Linkdin
আবারও ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও তাঁর রানিং মেট কমলা হ্যারিসকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, বাইডেনের নেতৃত্বে আমেরিকানরা নিরাপদ নয়। আর কমলা হ্যারিস তার চেয়েও খারাপ। ট্রাম্প আরও দাবি করেছেন, ভারতীয় বংশোদ্ভূত কমলার চেয়ে ভারতীয়দের কাছে তিনি বেশি জনপ্রিয়।
শুক্রবার (১৪ আগস্ট) নিউ ইয়র্ক বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে আবারও বাইডেন ও কমলাকে নিশানা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘জো বাইডেন যদি প্রেসিডেন্ট হন তবে সঙ্গে সঙ্গে পুলিশ বিভাগ বিলোপ করতে তিনি আইন পাস করবেন। কমলা হ্যারিসতো তার চেয়েও খারাপ। তিনি ভারতীয় বংশোদ্ভূত হলে কী হবে, তার চেয়ে আমার ভারতীয় সমর্থক বেশি।’
ট্রাম্পের দাবি, কমলা হ্যারিস পুলিশের সঙ্গে বিরূপ আচরণ করবেন। পুলিশদের এ ব্যাপারে সতর্ক করে তিনি বলেন, ‘এই লোকটি (বাইডেন) আপনাদের মান-মর্যাদা ছিনিয়ে নিচ্ছে। বাইডেনের আমেরিকায় কেউ নিরাপদে থাকতে পারবে না।’
এরআগে কমলা হ্যারিসকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করতেও শোনা গেছে ট্রাম্পকে। তিনি ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের মার্কিন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।
এক সংবাদ মাধ্যমের সামনে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের অংশগ্রহণের আদৌ যোগ্যতা আছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন। ট্রাম্প বলেন, “আমি শুনলাম তাঁর নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতাই নেই। আমি জানি না এটি সত্য কিনা। আমার মনে হয় ডেমোক্র্যাটরাই বিষয়টির সত্যতা যাচাই করতে পারবে।”
এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মার্কিন নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তাছাড়া বরাবরই নানা রকম বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় ট্রাম্পকে।
ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস ১৯৬৪ সালের ২০ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে জন্মগ্রহণ করেন। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইনের একজন অধ্যাপক মার্কিন নির্বাচনে কমলা হ্যারিসের অংশগ্রহণের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য , কমলার জন্মের সময় তার ভারতীয় মা এবং জ্যামাইকান বাবা স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন; কাজেই তিনি জন্মসূত্রে আমেরিকার নাগরিক নন।
ওই আইনের অধ্যাপকের এহেন মন্তব্য ট্রাম্পের বেশ মনে ধরেছে তা বলাই বাহুল্য। ফলে বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে বারবার এই ঘটনাটির প্রসঙ্গ তুলতে দেখা যাচ্ছে।
মার্কিন সংবিধান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট হতে হলে সেই ব্যক্তিকে জন্মসূত্রে মার্কিন নাগরিক হতেই হবে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।