- Home
- West Bengal
- West Bengal News
- '৩ টে T-র মডেলে সরকার চালাচ্ছে দিদি', সভায়-রোড শোয়ে শাহ-র শহর জয়, দেখুন ছবিতে-ছবিতে
'৩ টে T-র মডেলে সরকার চালাচ্ছে দিদি', সভায়-রোড শোয়ে শাহ-র শহর জয়, দেখুন ছবিতে-ছবিতে
- FB
- TW
- Linkdin
শুক্রবার উত্তরবঙ্গের সভায় ফের প্রচারের ঝড় তুললেন অমিত শাহ। এদিন সকাল থেকে একের পর এক সফরে মমতার সরকারকে নিশানা করেছেন তিনি।
এদিন তৃণমূল কংগ্রেসকে তোপ দেগে শাহ বলেছেন, 'তানাশাহি-তোলাবাজি-তুষ্টিকরণ, ৩ টে T-র মডেলে সরকার চালাচ্ছে দিদি'
উত্তরবঙ্গে শাহ এদিন শীতলকুচি-কালচিনিতে সভা করেছেন। তিনি বলেছেন, 'এই রাজ্যের সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন পায় না।'
প্রতিশ্রুতি দিয়ে অমিত শাহ বলেছেন,'আমি আপনাদের কথা দিচ্ছি, এখানে বিজেপি সরকার আপনারা তৈরি করুন, সমস্ত রাজ্য সরকারি কর্মী সপ্তম বেতন পে কমিশনের ক্রমানুযায়ী বেতন পাবে।
শাহ আরও বলেছেন, 'স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা সমস্ত কিছু থেকেই পিছিয়ে রয়েছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের মানুষের সঙ্গে দিদি অন্যায় করেছেন।'
এদিন তিনি প্রতিশ্রুতি দিয়ে ফের বলেছেন, ' আমি আপনাদের কথা দিচ্ছি বিজেপি সরকার ক্ষমতায় এলেই আপনাদের সঙ্গে আর অন্যায় হতে দেব না।'