- Home
- West Bengal
- West Bengal News
- বাংলা দখলে বিজেপি করবে ৫টি মেগা 'রথ যাত্রা', জানুন বিস্তারিত সময়-সূচি
বাংলা দখলে বিজেপি করবে ৫টি মেগা 'রথ যাত্রা', জানুন বিস্তারিত সময়-সূচি
- FB
- TW
- Linkdin
মিটিং, মিছিলের পাশাপাশি এবার রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মোক্ষম হাতিয়ার রথ যাত্রাকে ব্যবহার করতে চলেছে বিজেপি। ইতিমধ্যেই রথ যাত্রা করা জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চেয়েছে পদ্ম শিবির।
১৯৯০ সালে লালকৃষ্ণ আডবাণীর রথ যাত্রার কথা আমাদের সকলেরই মনে আছে। তারপর ১৯৯১ সালে ভোট বাক্সে ৮০ থেকে বেড়ে ১২০টি াসন পেয়েছিল বিজেপি। এবার সেই সাফল্যের চাবিকাঠি বাংলাতেও প্রয়োগ করতে চাইছে বিজেপি।
বাংলায় নির্বাচনের আগে এই রথ যাত্রাকে পরিবর্তন যাত্রা নাম দিয়েছে পদ্ম শিবির। রাজ্যে ৫ প্রান্ত থেকে বের হওয়া এই রথযাত্রাগুলি মোট ২৯৪টি বিধানসভা আসনেই ঘুরবে।
৫ টি রথ যাত্রার উব্দোধনের সময় উপস্থিত থাকবেন কেন্দ্রের বিজেপি শীর্ষ নেতৃত্ব। ৬ ফেব্রুয়ারি প্রথম রথ যাত্রার উদ্বোধন করার কথা বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার।
এছাড়াও কম করে দুটি রথ যাত্রা বা পরিবর্তন যাত্রার সূচনা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই রথ যাত্রা করার প্রস্তুতি ও দিনক্ষণও ঠিক করে ফেলেছে রাজ্য বিজেপি।
বিজেপির প্রথম রথ যাত্রা শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। নবদ্বীপ থেকে শুরু হবে এই যাত্রা। নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার একটি অংশ পরিক্রমা করে তা শেষ হবে বারাকপুরে।
৮ ফেব্রুয়ারি উত্ত্র বঙ্গের কোচবিহার থেকে শুরু হবে বিজেপির দ্বিতীয় রথ যাত্রা। যা উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদায় ঘুরবে। শেষ হবে মালদা টাউনে।
একই দিনে ৮ ফেব্রুয়ারি তৃতীয় রথ যাত্রা শুরু হবে কাকদ্বীপ থেকে। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগবনার বিস্তীর্ণ অংশ জুড়ে প্রদক্ষিণ করবে এই পরিবর্তন যাত্রা।
চতুর্থ রথযাত্রা শুরু হবে ৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম থেকে। হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম ঘুরবে এই রথযাত্রা। শেষ হবে হাওড়ার বেলুড়ে।
পঞ্চম রথযাত্রা শুরু হবে ৯ ফেব্রুয়ারি তারাপীঠ থেকে। বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়াজুড়ে ঘুরবে এই রথযাত্রা। শেষ হবে পুরুলিয়া শহরে।
ভোটের আগে রাজ্য জুড়ে প্রচারে রথ যাত্রা ভোট বাক্সে কতটা লাভ দেবে পদ্ম শিবিরের তার উত্তর দেবে ভবিষ্যৎ। কিন্তু পদ্ম শিবিরের আশা এই রথ য়াত্রা তাদের পৌছে দেবে ক্ষমতার অলিন্দে।