- Home
- West Bengal
- West Bengal News
- দুই মন্ত্রীর ভাগ্যপরীক্ষা চতুর্থ দফায়, তালিকায় রয়েছে বাম-কংগ্রেস-বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীরা
দুই মন্ত্রীর ভাগ্যপরীক্ষা চতুর্থ দফায়, তালিকায় রয়েছে বাম-কংগ্রেস-বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীরা
- FB
- TW
- Linkdin
ইন্দ্রনীল সেনঃ রাজ্যের মন্ত্রী। তৃণমূল কংগ্রেস তাঁকে প্রার্থী করেছে হুগলির চন্দননগর বিধানসভা কেন্দ্র থেকে। বর্তমান রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সহযোগী বলা হয় তাঁকে।
রাজীব বন্দ্যোপাধ্যায়ঃ রাজ্যের প্রাক্তন মন্ত্রী। দলবদলু তৃণমূল নেতা। ডোমজুড় বিধানসভা থেকে জয়ী হয়ে বিধানসভা গিয়েছিলেন তিনি। এবারও একই কেন্দ্রের প্রার্থী। তবে বিজেপির টিকিটে।
সুজন চক্রবর্তীঃ রাজ্যের গুরুত্বপূর্ণ বাম নেতা হিসেবেই পরিচিত। যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী সুজন চক্রবর্তীকে বর্তমানে সিপিএম এর মুখ বললে খুব একটা ভুল হবে না।
লকেট চট্টোপাধ্যায়ঃ রাজ্যরাজনীতিতে গুরুত্বপূর্ণ নাম লকেট চট্টোপাধ্যায়ের। চুঁচুড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী করেছে তাঁকে। সাংসদ হিবেসে গুরু দায়িত্ব পালন করেছেন তিনি।
আব্দুল মান্নানঃ চাঁপদানির কংগ্রেস প্রার্থী। রাজ্যের প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্ব। তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি বিজেপির সমালোচনায় সর্বদাই তাঁকে সামনের সারিতে পাওয়া যায়।
কাঞ্চন মল্লিকঃ বিনোদন জগতে পরিচিত নাম কাঞ্চন মল্লিক। ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েই টিকিট পেয়েছেন তিনি। উত্তর পাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীর রাজনৈতিক ক্যারিয়ার কতটা শক্তপোক্ত হবে তা নির্ভর করছে ভোটের ওপর।
মনোজ তিওয়ারিঃ বাংলার প্রাক্তন ক্রিকেটার এবার জোড়া ফুলের প্রার্থী। হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করছেন তিনি।
পরেশচন্দ্র অধিকারীঃ উত্তরবঙ্গে গুরুপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। একটা সময় বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি তৃণমূলের প্রথম সারির নেতা। কোচবিহারের মেখলিগঞ্জ বিধানসভা থেকে লড়াই করছেন তিনি।
বিদেশ বসুঃ উলুবেড়িয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিদেশ বসু। তারকা ফুটবলার হিসেবেই একটা সময় তাঁকে চিনত বাংলার মানুষ।