MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • প্রতিপত্তি থেকে সম্পত্তি দুই আকাশ ছোয়া, জানুন তৃণমূল প্রার্থী শওকত মোল্লার মোট সম্পত্তি

প্রতিপত্তি থেকে সম্পত্তি দুই আকাশ ছোয়া, জানুন তৃণমূল প্রার্থী শওকত মোল্লার মোট সম্পত্তি

একদা বামেদের দুর্জয় ঘাটি ক্যানিং পূর্বে এখন শুধুই ঘাসফুলের রমরমা। গতবারের বিধায়ক শওকত মোল্লার প্রবাব শুধু নিজের কেন্দ্রেই সীমাবদ্ধ নয়, তার বিস্তার দক্ষিণ ২৪ পরগরান একটা বড় অংশে। এবার ক্যানিং পূর্বে প্রার্থী শাসক দলের দোর্দন্ডপ্রতাপ নেতা শওকত মোল্লা। তবে এবার লড়াইটা একটি কঠিন। কারণ শক্তি  বাড়িয়েছে বিজেপি ও সংখ্যালঘু ভোটে থাবা বসিয়েছে আব্বাস সিদ্দিকী। বিগত কয়েক বছরে যেমন রাজনৈতির প্রতিপত্তি বেড়েথে শওকত মোল্লার। তেমনই বেড়েথে স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ। ক্যানিং পূর্বে গণতন্ত্রের মেগা ফাইটের আগে জেনে নিন কত কোটি টাকার মালিক শওকত মোল্লা। 

4 Min read
Sudip Paul
Published : Apr 05 2021, 03:41 PM IST| Updated : Apr 05 2021, 04:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

একদা বাম আমলের মন্ত্রী রেজ্জাক মোল্লার ঘনিষ্ঠ ছিলেন শওকত মোল্লা। পরে দুজনেই দল পরিবর্তন করে। কেউ আগে আর কেউ পরে। দল পরিবর্তনের পর থেকেই শওকত মোল্লার রাজনৈতি কেরিয়ারের গ্রাপ ঝড়ে গতিতে উপরের দিকে উঠেছে। ২০১৬ সালে বিধায়ক হওয়ার দু’বছরের মধ্যে জেলা যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব পান। ১৭ মার্চ তার দেওয়া মনোনয়ন পত্র থেকে সম্পত্তির হিসেব জানা যায় শওকত মোল্লার।                                    সৌঃ ফেসবুক শওকত মোল্লা

210

হলফনামায় শওকত জানিয়েছেন, ২০১৯-২০ সালে তাঁর আয় ছিল ১৬ লক্ষ ১৬ হাজার ৮৮৪ টাকা। তাঁর স্ত্রী সায়ের বানু মোল্লার আয় ছিল ১১ লক্ষ ৮ হাজার ৯৯০ টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময় তৃণমূল প্রার্থীর হাতে নগদ ছিল ৩৫ হাজার ৬৮০ টাকা। তাঁর স্ত্রীর হাতে নগদ ছিল ৪১ হাজার ৩০০ টাকা।                                          সৌঃ ফেসবুক শওকত মোল্লা

310

নিজের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসেব দিয়েছেন শওকত মোল্লা তা থেকে জানা যাচ্ছে, ৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা আছে প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা ৷ তৃণমূল প্রার্থীর স্ত্রীর ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা আছে প্রায় ১৪ লক্ষ টাকা ৷ শওকতের নামে ৫টি জীবন বিমার পলিসিতে জমা আছে প্রায় ১৮ লক্ষ টাকা ৷                                   সৌঃ ফেসবুক শওকত মোল্লা

410

তাঁর স্ত্রীর তিনটি এলআইসির পলিসিতে জমা আছে প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা ৷ ১৫ লক্ষ টাকা দামের স্করপিওতে চড়েন শওকত। যা তাঁর নিজের নামে কেনা। তৃণমূল প্রার্থীর নামে ৬ লক্ষ ২৫ হাজার টাকার অলঙ্কার আছে। স্ত্রীর নামে আছে ৪৩ লক্ষ ৩ হাজার টাকার গয়না।                         সৌঃ ফেসবুক শওকত মোল্লা

510

সব মিলিয়ে ক্যানিং পূর্বে তৃণমূল প্রার্থী শওকত মোল্লার অস্থাবর সম্পত্তি ১ কোটি ৬০ লক্ষ ৫৩ হাজার ২৯২ টাকা। স্ত্রীর নামে রয়েছে ৪৩ লক্ষ ৩ হাজার ৮৯৬ টাকা ৷ দম্পত্তির মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৩ লক্ষ ৫৭ হাজার ১৮৮ টাকা।                           সৌঃ ফেসবুক শওকত মোল্লা

610

প্রচুর জমি জায়গাও রয়েছে শওকত মোল্লার। তার পেশ করা হলফ নামা অনুয়ায়ী, শওকতের নামে ১০ একর চাষ জমি আছে। যার বাজারদর ৫১ লক্ষ ৫ হাজার টাকা। তাঁর স্ত্রীর নামেও আছে ৬ একর জমি। যার দর ১৫ লক্ষ ৯০ হাজার টাকা। তৃণমূল প্রার্থী যে বাড়িতে থাকেন তার দাম ৩৬ লক্ষ টাকা।                 সৌঃ ফেসবুক শওকত মোল্লা

710

সব মিলিয়ে শওকতের স্থাবর সম্পত্তির পরিমাণ ৮৭ লক্ষ ৫ হাজার টাকা। তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তি ১৫ লক্ষ ৯০ হাজার টাকা। দম্পত্তির মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২ লক্ষ ৯৫ হাজার টাকা। স্থাবর ও অস্থাবর মিলিয়ে দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৬ লক্ষ ৫২ হাজার ১৮৮ টাকা ৷                     সৌঃ ফেসবুক শওকত মোল্লা

810

অর্থাৎ তার মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকারও বেশি। বাজারে মোট ৪৮ লক্ষ ৪০ হাজার টাকার দেনা রয়েছেন তৃণমূল নেতা শওকত মোল্লার। তার বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই বলে হলফনামায় জানিয়েছেন শওকত মোল্লা।                                সৌঃ ফেসবুক শওকত মোল্লা

910

এবার ক্যানিং পূর্বে রাজনৈতিক মহলের মত ত্রিমুখী লড়াই হতে চলেছে। বিদায়ী বিধায়ক শওকত মোল্লার প্রতিপক্ষ হল বিজেপির কালীপদ নস্কর ও সংযুক্ত মোর্চার তরফে আইএসএফ প্রার্থী গাজি শাহাবুদ্দিন সিরাজি ৷                                                   সৌঃ ফেসবুক শওকত মোল্লা

1010

গতবার শাসক দলের শক্তঘাটি ক্যানিং পূর্বে সহজেই জয় পেলেও এবার কঠিন লড়াইয়ের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে শওকত মোল্লা। কারণ বিজেপি শক্তি বৃদ্ধি ও শাসকের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ধস নামাতে পারে আইএসএফ। ফলে এবার শেষ হাসি শওকত মোল্লা হাসতে পারেন কিনা তার উত্তর মিলবে ২ মে।                                                সৌঃ ফেসবুক শওকত মোল্লা

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
Recommended image2
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য
Recommended image3
News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Recommended image4
Now Playing
PM Modi: মোদী–পুতিনের হাইভোল্টেজ বৈঠক! ভারত-রাশিয়ার সম্পর্ক নিয়ে বড় ঘোষণা মোদীর
Recommended image5
সুপ্রিম কোর্টের নির্দেশের পরই তৎপর কেন্দ্র, ছেলেকে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন সোনালি বিবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved