- Home
- West Bengal
- West Bengal News
- প্রতিপত্তি থেকে সম্পত্তি দুই আকাশ ছোয়া, জানুন তৃণমূল প্রার্থী শওকত মোল্লার মোট সম্পত্তি
প্রতিপত্তি থেকে সম্পত্তি দুই আকাশ ছোয়া, জানুন তৃণমূল প্রার্থী শওকত মোল্লার মোট সম্পত্তি
- FB
- TW
- Linkdin
একদা বাম আমলের মন্ত্রী রেজ্জাক মোল্লার ঘনিষ্ঠ ছিলেন শওকত মোল্লা। পরে দুজনেই দল পরিবর্তন করে। কেউ আগে আর কেউ পরে। দল পরিবর্তনের পর থেকেই শওকত মোল্লার রাজনৈতি কেরিয়ারের গ্রাপ ঝড়ে গতিতে উপরের দিকে উঠেছে। ২০১৬ সালে বিধায়ক হওয়ার দু’বছরের মধ্যে জেলা যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব পান। ১৭ মার্চ তার দেওয়া মনোনয়ন পত্র থেকে সম্পত্তির হিসেব জানা যায় শওকত মোল্লার। সৌঃ ফেসবুক শওকত মোল্লা
হলফনামায় শওকত জানিয়েছেন, ২০১৯-২০ সালে তাঁর আয় ছিল ১৬ লক্ষ ১৬ হাজার ৮৮৪ টাকা। তাঁর স্ত্রী সায়ের বানু মোল্লার আয় ছিল ১১ লক্ষ ৮ হাজার ৯৯০ টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময় তৃণমূল প্রার্থীর হাতে নগদ ছিল ৩৫ হাজার ৬৮০ টাকা। তাঁর স্ত্রীর হাতে নগদ ছিল ৪১ হাজার ৩০০ টাকা। সৌঃ ফেসবুক শওকত মোল্লা
নিজের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসেব দিয়েছেন শওকত মোল্লা তা থেকে জানা যাচ্ছে, ৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা আছে প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা ৷ তৃণমূল প্রার্থীর স্ত্রীর ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা আছে প্রায় ১৪ লক্ষ টাকা ৷ শওকতের নামে ৫টি জীবন বিমার পলিসিতে জমা আছে প্রায় ১৮ লক্ষ টাকা ৷ সৌঃ ফেসবুক শওকত মোল্লা
তাঁর স্ত্রীর তিনটি এলআইসির পলিসিতে জমা আছে প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা ৷ ১৫ লক্ষ টাকা দামের স্করপিওতে চড়েন শওকত। যা তাঁর নিজের নামে কেনা। তৃণমূল প্রার্থীর নামে ৬ লক্ষ ২৫ হাজার টাকার অলঙ্কার আছে। স্ত্রীর নামে আছে ৪৩ লক্ষ ৩ হাজার টাকার গয়না। সৌঃ ফেসবুক শওকত মোল্লা
সব মিলিয়ে ক্যানিং পূর্বে তৃণমূল প্রার্থী শওকত মোল্লার অস্থাবর সম্পত্তি ১ কোটি ৬০ লক্ষ ৫৩ হাজার ২৯২ টাকা। স্ত্রীর নামে রয়েছে ৪৩ লক্ষ ৩ হাজার ৮৯৬ টাকা ৷ দম্পত্তির মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৩ লক্ষ ৫৭ হাজার ১৮৮ টাকা। সৌঃ ফেসবুক শওকত মোল্লা
প্রচুর জমি জায়গাও রয়েছে শওকত মোল্লার। তার পেশ করা হলফ নামা অনুয়ায়ী, শওকতের নামে ১০ একর চাষ জমি আছে। যার বাজারদর ৫১ লক্ষ ৫ হাজার টাকা। তাঁর স্ত্রীর নামেও আছে ৬ একর জমি। যার দর ১৫ লক্ষ ৯০ হাজার টাকা। তৃণমূল প্রার্থী যে বাড়িতে থাকেন তার দাম ৩৬ লক্ষ টাকা। সৌঃ ফেসবুক শওকত মোল্লা
সব মিলিয়ে শওকতের স্থাবর সম্পত্তির পরিমাণ ৮৭ লক্ষ ৫ হাজার টাকা। তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তি ১৫ লক্ষ ৯০ হাজার টাকা। দম্পত্তির মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২ লক্ষ ৯৫ হাজার টাকা। স্থাবর ও অস্থাবর মিলিয়ে দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৬ লক্ষ ৫২ হাজার ১৮৮ টাকা ৷ সৌঃ ফেসবুক শওকত মোল্লা
অর্থাৎ তার মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকারও বেশি। বাজারে মোট ৪৮ লক্ষ ৪০ হাজার টাকার দেনা রয়েছেন তৃণমূল নেতা শওকত মোল্লার। তার বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই বলে হলফনামায় জানিয়েছেন শওকত মোল্লা। সৌঃ ফেসবুক শওকত মোল্লা
এবার ক্যানিং পূর্বে রাজনৈতিক মহলের মত ত্রিমুখী লড়াই হতে চলেছে। বিদায়ী বিধায়ক শওকত মোল্লার প্রতিপক্ষ হল বিজেপির কালীপদ নস্কর ও সংযুক্ত মোর্চার তরফে আইএসএফ প্রার্থী গাজি শাহাবুদ্দিন সিরাজি ৷ সৌঃ ফেসবুক শওকত মোল্লা
গতবার শাসক দলের শক্তঘাটি ক্যানিং পূর্বে সহজেই জয় পেলেও এবার কঠিন লড়াইয়ের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে শওকত মোল্লা। কারণ বিজেপি শক্তি বৃদ্ধি ও শাসকের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ধস নামাতে পারে আইএসএফ। ফলে এবার শেষ হাসি শওকত মোল্লা হাসতে পারেন কিনা তার উত্তর মিলবে ২ মে। সৌঃ ফেসবুক শওকত মোল্লা