'আমাদের অনুপ্রেরণা দাদা', কলকাতার পর এবার হাওড়া জুড়ে রাজীবের পোস্টার
First Published Dec 7, 2020, 11:21 AM IST
কলকাতার শ্যামবাজার এলাকার পর হাওড়ার ডোমজুড়ে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। সোমবার সকালে ডোমজুড়ের শলপ এলাকার বাসিন্দারা দেখেন ৬ নম্বর জাতীয় সড়ক, সলপ বাজার এলাকায় এবং লালবাড়ি এলাকায় পোস্টার পড়েছে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন