দোল উৎসবে মাতলেন, সঙ্গে প্রচারটাও সারলেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা, দেখুন ছবিতে-ছবিতে
রবিবার দোল উৎসব। একই সঙ্গে রাজ্যে প্রথম দফার পর দ্বিতীয় দফা ভোটের অপেক্ষায় সমস্ত রাজনৈতিক দল। তাই এদিন দোল উৎসবে মাতলেন, সঙ্গে প্রচারটাও সারলেন সব রাজনৈতিক নেতা-নেত্রীরা। প্রচার ও উৎসব একসঙ্গেই চালালেন বালির সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর । এদিন সকালে প্রচার এর ফাঁকে কর্মী সমর্থক ও এলাকাবাসীর সঙ্গে আবির খেলে এবছরের বসন্ত উৎসব। ওদিকে রায়গঞ্জে দোল উৎসবে মেতে উঠেলেন তৃণমূলের কানাইলাল আগরওয়ালও। এদিকে কলকাতায় দোলে কত্তাল বাজিয়ে গানে-উৎসবে মেতে উৎঠলেন তৃণমূলের শোভনদেব।
রবিবার দোল উৎসব। একই সঙ্গে রাজ্যে প্রথম দফার পর দ্বিতীয় দফা ভোটের অপেক্ষায় সমস্ত রাজনৈতিক দল।
তাই এদিন দোল উৎসবে মাতলেন, সঙ্গে প্রচারটাও সারলেন সব রাজনৈতিক নেতা-নেত্রীরা।
রায়গঞ্জে দোল উৎসবে মেতে উঠেলেন তৃণমূলের কানাইলাল আগরওয়াল।
হরিশ মুখার্জি রোড মল্লিক গেস্ট হাউসের সামনে ৭১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে দোল উৎসব উদযাপন করলেন ভবানীপুরের তৃনমূল পার্থী শোভন দেব চট্টোপাধ্যায়।
দোল উৎসবে রাজনৈতিক নেতা-নেত্রীদের সঙ্গে শহরে-পাড়ায়-পাড়ায় মাতল কচি-কাচারাও
প্রচার ও উৎসব একসঙ্গেই চালালেন বালির সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর ।
এদিন সকালে প্রচার এর ফাঁকে কর্মী সমর্থক ও এলাকাবাসীর সঙ্গে আবির খেলে এবছরের বসন্ত উৎসব।