চিটফান্ড মামলায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদ, জেনে নিন কেডি সিং সম্পর্কে কিছু তথ্য
First Published Jan 13, 2021, 3:09 PM IST
অ্য়ালকেমিস্ট চিটফান্ড মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংকে গ্রেফতার করল ইডি। ২০০ কোটি টাকারও বেশি চিটফান্ড কেলেঙ্কারিতে অভিযুক্ত ওই প্রাক্তন সাংসদ। ২০১৪ সালে তৃণমূলের টিকিটে রাজ্য়সভার সাংসদ হন। ২০১৬ সালের পর তৃণমূলের সঙ্গে তাঁর আরও কোনও সম্পর্ক ছিল না।

১৯৬১ সালে জন্মগ্রহণ করেছিলেন প্রখ্যাত ব্যবসায়ী কেডি সিং। ১৯৮৮ সালে টার্বো ইন্ডাস্ট্রিজ নামে একটি কোম্পানি তৈরি করেছিলেন। পরবর্তীকালে ২০০৪ সালে টার্বো ইন্ডাস্ট্রিজের নাম পাল্টে অ্যালকেমিস্ট করেন। এই কোম্পানির ব্যানারে রিয়েল এস্টেট, খাদ্য সামগ্রী, হেলথকেয়ার এবং ফার্মাসিউটিক্যাল সহ বেশ কয়েকটি ব্যবসা শুরু করেন তিনি।

২০১৪ সালে তৃণমূলের টিকিটে রাজ্যসভায় মনোনিত হয়েছিলেন কেডি সিং। নারদা কাণ্ডে নিজের দলের নেতাদের বিরুদ্ধে স্টিং অপারেশনের জন্য টাকা ঢেলেছিলেন বলে তাঁর নাম প্রকাশ্যে আসে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন