- Home
- West Bengal
- West Bengal News
- চন্ডীতলায় একেবারে 'ঘরের ছেলে' যশ, জনতার সাড়া কতটা পাচ্ছেন তারকা প্রার্থী, দেখুন ছবিতে ছবিতে
চন্ডীতলায় একেবারে 'ঘরের ছেলে' যশ, জনতার সাড়া কতটা পাচ্ছেন তারকা প্রার্থী, দেখুন ছবিতে ছবিতে
বিজেপিতে যোগ দিয়েছেন মেরেকেটে একমাস। তারমধ্যেই ঘাড়ে এসে পড়েছে গুরুদায়িত্ব। চলচ্চিত্র তারকা যশ দাশগুপ্তকে হুগলীর চন্ডীতলা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই, কলকাতা থেকে নির্বাচনী এলাকায় পাড়ি দিয়েছেন এই তারকা প্রার্থী। তবে, এই বছর অনেক জায়গাতেই তারকাদের 'বহিরাগত' অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে। এই বাজারে যশ দাশগুপ্ত কতটা সাড়া পাচ্ছেন মানুষের?
- FB
- TW
- Linkdin
গত ১৫ মার্চ কলকাতার লেক কালীবাড়িতে পুজো দিয়ে চণ্ডীতলায় এসেছিলেন তিনি। আর মাত্র দুইদিনেই তিনি হয়ে উঠেছেন চণ্ডীতলার ঘরের ছেলে।
তারকা সুলভ হাবভাব নয়, নম্র স্বভাবের জোরেই ছেলে থেকে বুড়ো - সব এলাকাবাসীর মন জয় করে নিচ্ছেন তিনি।
কখনও এলাকার কচি-কাঁচাদের পরম স্নেহে তুলে নিচ্ছেন কোলে।
আবার, গুরুজনদের দেখলেই পায়ে হাত দিয়ে প্রণাম।
বিজেপি প্রার্থী হলেও তাঁকে দুূরে সরিয়ে দেয়নি এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও। সমাভাবে তাঁদেরও ঘরের ছেলে হয়ে গিয়েছেন যশ।
চিত্রতারকা হওয়ার পাশাপাশি যশ একজন যুব সমাজের প্রতিনিধিও বটে। তাই এলাকার তরুণদের মধ্যেও তাঁকে নিয়ে দারুণ সাড়া পড়েছে।
তৃণমূলের পর বিজেপিতেও প্রার্থী নিয়ে অনেক জায়গায় অসন্তোষ থাকলেও, যশকে দারুণভাবে স্বাগত জানিয়েছেন গেরুয়া শিবিরের স্থানীয় কর্মীরাও।
তারকা প্রার্থী, তাই অটোগ্রাফের আবদারও মেটাতে হচ্ছে ভোট প্রচারের পাশাপাশি।
কখনও মেটাতে হচ্ছে সেলফির আবদারও।
আর মেয়েদের মধ্যে তাঁর জনপ্রিয়তার কথা তো আর নতুন করে কিছু বলার নেই।
এতকিছু সত্ত্বেও নিজের তারকার পোশাকটা যেন কোথাও খুলে রেখে এসেছেন যশ। এখন মাথায় শুধুই মানুষের সেবা।
তারকা হয়েও কোনও দোনোমোনো ছাড়া ঢুকে পড়ছেন স্থানীয় চায়ের দোকানে। খাচ্ছেন মাটির ভাঁড়ে চা।
স্থানীয় সব মন্দিরে গিয়ে গিয়ে পুজোও দিচ্ছেন।
আর সেইসব ধর্মীয় স্থানেও ভক্তরা ঘিরে ধরছেন বিজেপি প্রার্থীকে।
আর সেই কারণেই এলাকার মানুষও দূরের তারাকে হাত ধরে ঘরে টেননে নিয়ে যেতেও দ্বিধা করছেন না।