করোনা আতঙ্কে এবার মহাকাশে পাড়ি, মঙ্গলে জমি কিনলেন হুগলির যুবক
কল্পনা নয়, এবার সত্যি সত্যিই মঙ্গল গ্রহে জমি কিনে ফেলল বাঙালি! অবাক লাগছে তো? লাগলেও কিছু করার নেই। এটাই ঘোরতর বাস্তব। মাত্র তিন হাজার টাকায় প্রথম বাঙালি হিসেবে লালগ্রহে জমি কিনে নজির গড়লেন হুগলির শৌনক দাস।
- FB
- TW
- Linkdin
পৃথিবী ছাড়া সৌরমণ্ডলের আরও কোনও গ্রহে কি প্রাণের অস্তিত্ব আছে? তা নিয়ে কৌতুহলের শেষ নেই। মঙ্গলগ্রহ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশ্বের তাবড় তাবড় মহাকাশ বিজ্ঞানীরা।
করোনা আতঙ্কের মাঝে সেই মঙ্গল গ্রহেই কিনা জমি কিনে ফেললেন এক বাঙালি যুবক! মজা করে কেউ বলছেন, সদ্য বিবাহিত ওই যুবক নাকি হনিমুন করতে যাবেন লালগ্রহে!
হুগলির শ্রীরামপুরের বাসিন্দা শৌনক। চাকরি করেন এক বেসরকারি সংস্থায়। মঙ্গলগ্রহে এক একর জমি কিনেছেন তিনি। দাম পড়েছে মাত্র তিন হাজার।
কীভাবে এমন অসাধ্য সাধন করলেন? জানা গিয়েছে, একটি সংস্থার মাধ্যমে মঙ্গলগ্রহে সাধারণ মানুষের জমি কেনার ব্যবস্থা করে নাসা। সেই প্রকল্পে অংশে নেন শৌনকও।
সৌনকের নাম-সহ একটি চিপ নাসার রকেটে চেপে রওনা দিয়েছে মঙ্গল গ্রহে। দলিলই শুধু নয়, লালগ্রহে জমি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে গিয়েছেন ওই বাঙালি যুবক।