- Home
- West Bengal
- West Bengal News
- বৃষ্টি নেই দক্ষিণবঙ্গ জুড়ে, সোমবার থেকে কি বদলাবে ছবি? নতুন তথ্য দিল আলিপুর
বৃষ্টি নেই দক্ষিণবঙ্গ জুড়ে, সোমবার থেকে কি বদলাবে ছবি? নতুন তথ্য দিল আলিপুর
- FB
- TW
- Linkdin
এখনও তেমনভাবে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তর বঙ্গে প্রবল বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে। ব্যাপক ক্ষতি হচ্ছে চাষের কাজের।
নতুন ওয়েদার বুলেটিনেও তেমন স্বস্তির কথা শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে উপকূলের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রায় শুষ্ক থাকবে আবহাওয়া।
এছাড়া বাকি জেলাগুলি যেমন উত্তর ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান , বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় আবহাওয়া প্রায় শুষ্ক থাকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুধু সোমবার অর্থাৎ ২৫শে জুলাই নয়, ২৯শে জুলাই সকাল পর্যন্ত এই রকম আবহাওয়া থাকবে। বৃষ্টি ছিঁটেফোটা হলেও তা বাড়বে না। পরিমাণও হবে যৎসামান্য।
আলিপুর জানাচ্ছে ২৯ তারিখ সকালের পর থেকে পরিবর্তন আসবে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে দক্ষিণ বঙ্গের কপালে এই সপ্তাহে যে বৃষ্টির মুখ দেখার আশা নেই, তা স্পষ্ট জানিয়েছে আলিপুর।
এরই সঙ্গে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলায়। সোমবার ও মহ্গলবার তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে। জানানো হয়েছে বুধবার থেকে তাপপ্রবাহ চলতে পারে বাকি জেলাগুলিতেও।
বুধবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান ছাড়াও তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূমে। ২৮শে জুলাই পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ২দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন আসবে না। তবে পরবর্তী তিনদিনে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর। বলা হয়েছে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে ওপরের দিকের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার।
উত্তরবঙ্গের নিচের দিকে জেলা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কমবে বৃষ্টির পরিমাণ। বেশিরভাগ সময়েই শুষ্ক থাকবে ২৮শে জুলাই সকাল পর্যন্ত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই এই তিন জেলায়।
শ্রাবণ মাসের মাঝামাঝি- কিন্তু এখনও তেমনভাবে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তর বঙ্গে প্রবল বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে। ব্যাপক ক্ষতি হচ্ছে চাষের কাজের। এই সময়টা ধান রোয়ার সময়। কিন্তু প্রয়োজনীয় বৃষ্টি না হওয়ায় বাধা পাচ্ছে রোয়ার কাজ।