- Home
- West Bengal
- West Bengal News
- বিরশা মুন্ডার মুর্তিতে মালা পরিয়ে রবীন্দ্রভবনে অমিত শাহ, ফুলে-ফুলে ভরে গেছে পুরো বাঁকুড়া
বিরশা মুন্ডার মুর্তিতে মালা পরিয়ে রবীন্দ্রভবনে অমিত শাহ, ফুলে-ফুলে ভরে গেছে পুরো বাঁকুড়া
বিরসা মুন্ডার মুর্তিতে মালা পরালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে তিনি পৌঁছে গিয়েছেন রবীন্দ্রভবনে সেখানে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক সেরে যাবেনচতুরডিহি গ্রামে। সেখানে বাঁকুড়ার আদিবাসী প্রধান চতুরডিহি গ্রামে বিজেপি কর্মী বিভীষণ হাঁসদার বাড়িতে পুরো দস্তুর বাঙালিয়ানায় মধ্যাহ্নভোজ সারবেন। এবং সেখান থেকে ফিরে আবার রবীন্দ্রভবনে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- FB
- TW
- Linkdin
বৃহস্পতিবার বাঁকুড়ায় বেলা ১১ টা ২০ নাগাত বাঁকুড়ার হ্যালিপ্যডে নামলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তাঁকে স্বাগত জানাতে গত কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েছিল পুরো বাঁঁকুড়া। ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে বিজেপির দলীয় কর্মীরা।
অমিত শাহকে দুর্গা মূর্তি স্বাগত জানালেন লকেট চট্টোপাধ্যায়। উল্লেখ্য, কিছু দিন আগে কলকাতার দুর্গা পুজোর ভাচুর্য়াল উদ্বোধনে বাংলার মেয়েদের মা দুর্গা বলেই সম্মান জানান তিনি।
উত্তরীয়, খাঁদির চাদর দিয়ে সম্মান জানান বিজেপির শীর্ষ স্থানীয়রা। হেলি কপ্টার থেকে নেমেই তিনি সোজা চলে যান বিরশা মুন্ডার মূর্তিতে মালা পরাতে।
বিরসা মুন্ডার মুর্তিতে মালা পরালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছা জানালেন তিনি।
বাঁকুড়ার ওই অংশ সেজে উঠেছে পুরো। আবহ তৈরি করতে কী নেই সেখানে। হরিণ থেকে রাস্তাঘাট সবই প্রচুর সাজানো হয়েছে।
সেখান থেকে তিনি পৌঁছে গিয়েছেন রবীন্দ্রভবনে। সেখানে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক সেরে যাবেন চতুরডিহি গ্রামে।