- Home
- West Bengal
- West Bengal News
- আগামী ২৪ ঘণ্টায় আরও নামবে তাপমাত্রা, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা, উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত রাজ্যে
আগামী ২৪ ঘণ্টায় আরও নামবে তাপমাত্রা, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা, উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত রাজ্যে
মাসের শেষে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া অফিসের তরফ থেকে। আগামী দুদিন আরও বাড়বে ঠাণ্ডা। বৃহস্পতিবার সকাল থেকেই মালুম পেল রাজ্যবাসী। কুয়াশায় ঢেকেছে গোটা রাজ্যে, বেশ কিছু জায়গায় ছিটেফোটা বৃষ্টির সম্ভাবনা।
| Published : Jan 28 2021, 11:18 AM IST
- FB
- TW
- Linkdin
বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশাতে ঢাকলো গোটা রাজ্য। হালকা মেঘলা আকাশ রাজ্যের বেশ কিছু জেলায়। বাড়ছে শীতের দাপট।
উত্তুরে হাওয়ার প্রভাবেই কমছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার সকালেই এক ধাক্কায় দু ডিগ্রি কমে গেল তাপমাত্রা। এদিন সকালে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি।
আগামী দুদিন ঠাণ্ডার দাপট বাড়বে আরও। এমনটাই জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দফতর থেকে। তুমুল তুষারপাৎ হচ্ছে পার্বত্য এলাকায়।
শুক্রবার থেকে দুই বঙ্গেই বাড়বে ঠাণ্ডার দাপট। মাঝে মধ্যেই বইতে থাকততে উত্তুরে হাওয়া। রাজ্যের বেশি কিছু জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াসহ বেশ কিছু জেলাতে হতে পারে হালকা বৃষ্টি। পাশাপাশি তাপমাত্রাও থাকবে স্বাভাবিকের থেকে নিচে।
বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত ডিগ্রির নিচে। ঠাণ্ডার এই দাপট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা কমলেও বিকেল থেকে আবারও হাওয়ার দাপটে নামবে পারদ।
সকালে কুয়াশা আচ্ছান্ন থাকলেও বেলায় মিলবে রোদের দেখা। তবে ঠাণ্ডা এখনও কমছে না। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীতের দাপট একই থাকবে দুই বঙ্গে।
যদিও নুরতের কথায় এই বিষয় তাঁর কাছে নতুন কিছুই নয়। তাই এই নিয়ে বিন্দুমাত্র সময় নষ্ট করতে নারাজ নুসরত।