কৃষক সাজে বিজেপি নেতারা, কৃষি আইনের সমর্থনে পুরুলিয়ায় বিজেপির মিছিল
কৃষি আইনের সমর্থনে অভিনব উদ্য়োগ নিল পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব। কৃষকের সাজ পোশাক করে পুরুলিয়া শহরে পথসভা করলেন তাঁরা। বিজেপি এই অভিনব মিছিলে হাঁটলেন নেতা থেকে কর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি তথা রাঢ় বাংলার পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্য়ায়। ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জোর্তিময় সিং মাহাতো। কৃষকদের প্রতি রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্য়ায়।
- FB
- TW
- Linkdin
কৃষি আইনের সমর্থনে বাংলা জুড়ে পথে নেমেছে বিজেপি নেতারা। পুরুলিয়াতেও আইনের সমর্থনে মিছিল করল বিজেপি জেলা নেতৃত্ব।
কৃষি আইনের সমর্থনে মিছিলে কৃষক সাজে দেখা গেল বিজেপি নেতাদের। কর্মীদের গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা 'চাষির ফসলের উচিত দাম, জয় শ্রীরাম-জয় শ্রীরাম'।
পুরুলিয়ায় শহরের মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ জোর্তিময় সিং মাহাতো।ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্য়োপাধ্য়ায়।
পুরুলিয়া স্টেশন থেকে কৃষি আইনের সমর্থনে বিজেপির শুরু হয়। শেষ হয় ট্য়াক্সি স্ট্যান্ডে। সেখানে পথাসভা করে বিজেপি।
বাংলার কৃষকদের নিয়ে রাজ্য় সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন রাজু বন্দ্যোপাধ্য়ায়। কৃষকদের মৃত্যু হলেও টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।