- Home
- West Bengal
- West Bengal News
- করোনার ভয়াবহ সংক্রমণের মাঝেই পুরুলিয়ায় জোরকদমে চড়ক পুজো, শিকেয় সামাজিক দূরত্ব, দেখুন ছবি
করোনার ভয়াবহ সংক্রমণের মাঝেই পুরুলিয়ায় জোরকদমে চড়ক পুজো, শিকেয় সামাজিক দূরত্ব, দেখুন ছবি
- FB
- TW
- Linkdin
করোনা আবহে পুরুলিয়া জেলায় জোরকদমে চলছে চড়ক পুজো। পুরুলিয়ার রঘুনাথপুর থানার সেনেড়া গ্রামে চড়ক পুজো বিখ্যাত।
বিখ্যাত এই চড়ক পূজো বা নীল পূজো দেখতে ভিড় জমান দূর দুরান্তের মানুষ।কথিত আছে সেনেড়া গ্রামের চড়ক পুজোয় যে যা মানত করেন সব পূরণ হয়।
জীবনের ঝুঁকি নিয়ে আগুনের সামনে উল্টো হয়ে। খালি গায়ে দন্ডী কাটা চড়ক পুজোর অন্যতম আকর্ষণ।দুদিন ধরে চলে পুজো।বসে মেলাও।
চলন্ত ঠেলাগাড়িতে জ্বলছে আগুন হচ্ছে পুজো। সেই আগুনের দিকে মাথা নিচু করে ঝুলন্ত অবস্থায় ঘুরছেন ভক্ত। আর ভক্তদের জয়ধ্বনিতে চারদিকে শুধুই হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার।
জাতপাত নির্বিশেষে এমনকি শিক্ষিত বুদ্ধিজীবী বিজ্ঞানমনস্ক মানুষরাও এই পুজোয় সামিল হন। অনেকেই ভক্ত সাজেন।
এখানে সবকিছুই অলৌকিক শক্তির ফলে হয় । তা না হলে উল্টো হয়ে কি আগুনের সামনে মাথা নিচু করে ঝুলন্ত অবস্থায় থাকা যায় ।
এই গ্রামে বাবা শিব বা ভোলা মহেশ্বর এর কৃপায় সব কিছু অলৌকিক। তাই বিজ্ঞানের যুক্তি এই গ্রামে কোন পাত্তাই পায় না।