কেমন চলছে 'দুয়ারে-দুয়ারে', মেদিনীপুরে নিজেই খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী
First Published Dec 8, 2020, 4:42 PM IST
বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে সাড়া ফেলেছে 'দুয়ারে-দুয়ারে' কর্মসূচি। মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফরে ওই কর্মসূচির কাজ কেমন চলছে তা খতিয়ে দেখলেন। মেদিনীপুর জেলাশাসকের দফতরে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন তিনি। সোমবার সভার পর মেদিনীপুর সার্কিট হাউসে ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে জেলাশাসকের দফতরে দুয়ারে দুয়ারে কর্মসূচিতে হাজির হন মুখ্যমন্ত্রী।

শিয়রে একুশের বিধানসভা ভোট। জনসংযোগ বাড়াতে 'দুয়ারে-দুয়ারে' কর্মসূচি নিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন সরকারি পরিষেবা 'দুয়ারে-দুয়ারে' কর্মসূচি শুরু করেছে রাজ্য। মেদিনীপুরে সেই কর্মসূচি কেমন চলছে। নিজেই খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী।

মেদিনীপুর জেলাশাসকদের দফতরে চলছে এই 'দুয়ারে-দুয়ারে' কর্মসূচি। সেখানে কিছুক্ষণ উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী। 'দুয়ারে-দুয়ারে' প্রকল্পে সরকারি সাহায্য নিতে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনের সঙ্গে কথা বলেন মমতা।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন