- Home
- West Bengal
- West Bengal News
- উধাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তৃণমূল কার্যালয়ে শুধু 'অভিভাবক' শুভেন্দু
উধাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তৃণমূল কার্যালয়ে শুধু 'অভিভাবক' শুভেন্দু
- FB
- TW
- Linkdin
বিধানসভা ভোটের আগে উলাটপূরাণ উত্তর দিনাজপুরে। তৃণমূল কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির বদলে রয়েছে শুভেন্দু অধিকারী। গোটা অফিসের দেওয়াল জুড়ে একটিও মমতার ছবি নেই। শুভেন্দু-বিবেকানন্দর ছবিও এক ফ্রেমে।
রায়গঞ্জ শহরের ২৫ নম্বর ওয়ার্ড অফিসের ছবি এটা। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসিম অধীকারী মমতার বদলে শুভেন্দুর ছবি লাগিয়েছে। শুভেন্দুকে নিয়ে সম্প্রতি বিতর্কের মধ্যেও কোনও তোয়াক্কা নেই তাঁর।
তৃণমূল কাউন্সিলর অসিম অধিকারী বলেন, ''নিজের অনুষ্ঠান বাতিল করে একাধিক সেখানে উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা মমতার রাজনৈতিক আদর্শে আনুপ্রাণিত হলেও, দাদা আমাদের অভিভাবকের মতো''।
সম্প্রতি শুভেন্দুকে নিয়ে বিতর্কের মাঝেই অন্য ইঙ্গিত বহন করছে বলে রাজনৈতিক মহলের মত। তৃণমূল কাউন্সিলর আরও বলেন, দাদা আমাদের দুঃখে সুখে সবসময় পাশে থেকেছেন। তাই দাদার ছবি লাগিয়েছি।
গোটা ওয়ার্ড অফিস জুড়ে শুভেন্দু অধিকারীর ছবি, হোর্ডিং লাগানো রয়েছে। সেখানে কার্যত উধাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই অফিস ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে রায়গঞ্জ পুরসভা চত্বরে।