- Home
- West Bengal
- West Bengal News
- উত্তরবঙ্গে প্রথমবার, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিদ্যুতায়নে সৌরশক্তির ব্যবহার
উত্তরবঙ্গে প্রথমবার, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিদ্যুতায়নে সৌরশক্তির ব্যবহার
উত্তর দিনাজপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে নয়া মাইল ফলক। পরিবেশবান্ধবের লক্ষ্যে বিদ্যুতায়নে চালু হল সোলার সিস্টেম। রাজ্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম এই সৌরবিদ্যুৎ প্রকল্প রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েই চালু হল। এই প্রকল্পের জন্য ৭১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের কর্মী এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের অক্লান্ত পরিশ্রমের পর বাস্তব রূপ নেয় এই প্রকল্প। বিশ্ববিদ্যালয়ে পরিবেশবান্ধব নিয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন উপাচার্য অনীল ভুঁইমালী।
- FB
- TW
- Linkdin
দীর্ঘ প্রতিক্ষার অবসান। উত্তর দিনাজপুর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হল সৌর বিদ্যুৎ প্রকল্প।
রাজ্য সরকারের আর্থিক সহায়তায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন মাইল ফলক এই সোলার এনার্জি সিস্টেম।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কাজকর্মের জন্য ব্যবহৃত হবে এই সৌর বিদ্যুৎ। অতিরিক্ত শক্তি বিক্রিও করতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল ৭১ লক্ষ টাকা। প্রকল্পের উদ্বোধন করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনীল ভুঁইমালী।
উত্তরবঙ্গে এই প্রথমবার কোনও বিশ্ববিদ্যালয়ে সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হল। করোনা আবহে পরিবেশবান্ধবের লক্ষ্যেই এই প্রকল্প।