- Home
- West Bengal
- West Bengal News
- পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে বাইকে আগুন লাগিয়ে প্রতিবাদে বামেরা, দেখুন ছবি
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে বাইকে আগুন লাগিয়ে প্রতিবাদে বামেরা, দেখুন ছবি
- FB
- TW
- Linkdin
জ্বালানীর মূল্যবৃদ্ধিতে প্রতিবাদে বামেরা। বৃহস্পতিবার পুলিশ ফাঁড়ির বাইরেই পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে একটি বাইকে আগুন লাগিয়ে প্রতিবাদ জানাল বামপন্থী কর্মী সমর্থকেরা ।
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে একটি পুরোনো গাড়িকে আগুন লাগিয়ে দিল এবং অন্য একটি নতুন গাড়িকে ফুলমালা দিয়ে তাঁকে তুলে রাখল।
'লকডাউনের জেরে মধ্যবিত্ত ও গরিব পরিবারদের একেবারে কোমর ভেঙে গিয়েছে। ' এমনটাই দাবি বামেদের।
অন্যদিকে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি এবং এর জেরে জিনিসপত্রের দাম যেভাবে দিনদিন বেড়ে চলেছে দাবি করল বামপন্থী কর্মী সমর্থকেরা
দেশের পাঁচ রাজ্যে একুশের নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি হয়। তবে, সেই সময় দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি। এরপর ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশিত হওয়ার পরই দাম সংশোধিত হতে শুরু করেছে।
কার্যত নতুন কায়দায় অভিনব বিক্ষোভ খড়্গপুরের খরিদা এলাকায় বামপন্থী কর্মী সমর্থকেরা এই আন্দোলনের জেরে কিছুক্ষণের জন্য যানজট লেগে যায় ।