- Home
- West Bengal
- West Bengal News
- শিক্ষাঙ্গনে বিলুপ্তপ্রায় জনজাতির কিশোরী, মাধ্য়মিক উত্তীর্ণার পড়াশোনার খরচ দেবেন বিধায়ক
শিক্ষাঙ্গনে বিলুপ্তপ্রায় জনজাতির কিশোরী, মাধ্য়মিক উত্তীর্ণার পড়াশোনার খরচ দেবেন বিধায়ক
- FB
- TW
- Linkdin
পুরুলিয়ার অযোধ্যা পাহাড় লাগোয়া বলরামপুর, বাগমুন্ডি ও ঝালদার মতো প্রত্যন্ত এলাকায় বাস বিড়হোড় জনজাতির মানুষের। বিলুপ্তপ্রায় এই জনজাতির মধ্যে পড়াশোনার চল নেই বললেই চলে।
বাগমুন্ডির থানার ভূপতিপল্লি গ্রামে বাড়ি জবা শিকারীর। গ্রামটি বিড়হোড় জনজাতি অধ্যুষিত। জবা নিজেও সেই জনজাতির। প্রবল দারিদ্র্যের সঙ্গে লড়াই করে এবছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে সে।
জবা যখন খুব ছোট, তখন তাঁর বাবা মারা যায়। দিনমজুরি করে কোনওমতে সংসার চালান মা। মেয়ে-মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছেন তিনি। এর বেশি আর সাধ্য নেই!
খবর পেয়ে সোজা বাগমুন্ডির ভূপতিপল্লী গ্রামে চলে যান স্থানীয় বিধায়ক নেপাল মাহাতো। গ্রামের মেধাবি পড়ুয়াকে নিজে সংবর্ধনাও দেন তিনি। বিধায়কের আশ্বাস, জবা যতদূর পর্যন্ত পড়বে, তার সমস্ত খরচ তিনি যোগাবেন।
বিধায়ক নেপাল মাহাতো বলেন, 'আমার বিধানসভা এলাকায় একটি মেয়েকে সংগ্রাম করে মাধ্যমিক পাশ করেছে। তার আরও পড়ার ইচ্ছাকে সম্মান জানাতে চাই।' বিলুপ্তপ্রায় বিড়হোড় জনজাতির মেয়ের পড়াশোর আরও এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি