বিধিনিষেধে বদল নেই, করোনা আতঙ্কের মাঝে ফের খুলল তারাপীঠ
ঘোষণা হয়ে গিয়েছিল দিন দুয়েক আগে। করোনা আবহে সোমবার থেকে ফের খুলে গেল তারাপীঠ মন্দির। তবে আগের মতো মন্দিরের বাইরে থেকে বিগ্রহ দর্শন করতে হবে পূর্ণ্যার্থীদের। সেবাইত ছাড়া আর কারও গর্ভগৃহে ঢোকার অনুমতি নেই।

করোনা আতঙ্কে এখনও থরহরিকম্প অবস্থা সকলেরই। লকডাউনের জেরে তারাপীঠের মন্দির বন্ধ ছিল প্রায় মাস তিনেক। সেবাইতরা স্রেফ নিত্যপুজোটুকু চালিয়ে যাচ্ছিলেন।
আনলক পর্বে যখন এ রাজ্য়ে মন্দির-মসজিদ-গির্জা খোলার অনুমতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন দফায় দফায় বৈঠক করেন তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা। শেষপর্যন্ত রথযাত্রা দিন থেকে ফের খুলে দেওয়া হয় মন্দিরের দরজা।
করোনা সতর্কতায় বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় গর্ভগৃহ। সেবাইত ছাড়াও গর্ভগৃহে কারও প্রবেশের অনুমতি ছিল না। মন্দিরের বাইরে থেকে পূর্ণ্যার্থীদের বিগ্রহ দর্শনের ব্য়বস্থা করা হয়।
এরমধ্যে আবার কৌশিকী অমাবস্যায় ভিড় এড়াতে ফের আটদিন তারাপীঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মন্দির কমিটি। যদিও সেই সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর করা যায়নি। গত সোমবারস কৌশিকী অমাবস্যা মন্দিরের নিচে দাঁড়িয়ে পুজো দেন বহু মানুষ। এমনকী, সাধারণ পোশাকে গর্ভগৃহে ঢুকে পড়েন খোদ বীরভূমের পুলিশ সুপারও।
তারাপীঠ মন্দিরের উপর আবার বহু মানুষের রুটি-রুজি নির্ভরশীল। মন্দির বন্ধ থাকলে, তাঁদের চলবে কী করে! সবদিকে বিবেচনা করে সোমবার থেকে ফের খুলল তারাপীঠ।