- Home
- West Bengal
- West Bengal News
- ভারী বৃষ্টির জেরে জল ছাড়ল দুর্গাপুর ব্যারাজ, হাওড়া-হুগলিতে বাড়ল আশঙ্কা, দেখুন ছবি
ভারী বৃষ্টির জেরে জল ছাড়ল দুর্গাপুর ব্যারাজ, হাওড়া-হুগলিতে বাড়ল আশঙ্কা, দেখুন ছবি
রাজ্যে টানা করেকদিন ধরে ভারী বৃষ্টিপাতের জেরে জল জমে ভয়াবহ অবস্থা দক্ষিণবঙ্গে। কোথাও কোমর সমান জল , আবার কোথাও নদীর জল স্ফীতির জেরে সেতু ভেঙে জল ঢুকে প্রায় বন্যা পরিস্থিতি। ভয়ানক অবস্থা ঘাটালেও। এহেন পরিস্থিতিতে রবিবার দুর্গাপুর ব্যারাজ থেকে ধারাবাহিকভাবে জল ছেড়ে দেওয়া হয়। এদিকে নদীর তীরবর্তী জেলাগুলিতে জল জমে ভয়াবহ অবস্থা। দেখুন ছবি।
- FB
- TW
- Linkdin
রাজ্যে টানা করেকদিন ধরে ভারী বৃষ্টিপাতের জেরে জল জমে ভয়াবহ অবস্থা দক্ষিণবঙ্গে।
এহেন পরিস্থিতিতে রবিবার দুর্গাপুর ব্যারাজ থেকে ধারাবাহিকভাবে জল ছেড়ে দেওয়া হয়।
এর ফলে নদীর তীরবর্তী পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়ার অনেক জায়গায় জল জমেছে।
উল্লেখ্য রবিবার সকালে জল ছাড়ার পরিমাণ ছিল ৪৭ হাজার ৬৫০ কিংসেক।
ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির জেরে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়।
এদিকে ভারী বৃষ্টির জেরে কোথাও কোমর সমান জল , আবার কোথাও নদীর জল স্ফীতির জেরে সেতু ভেঙে জল ঢুকে প্রায় বন্যা পরিস্থিতি। ভয়ানক অবস্থা ঘাটালে।
নদীর জলের তোড়ে তছনছ শক্তপোক্ত সেতু। প্রতি বছরের মতো এবারও বাঁধ থেকে জল ছাড়ায় আশঙ্কা বেড়েছে।