- Home
- West Bengal
- West Bengal News
- সকাল থেকে কুয়াশায় ঢেকে কলকাতা, জমিয়ে শীত বঙ্গে, দিনের সর্বোচ্চ ও সর্বোনিম্ন তাপমাত্রা কত
সকাল থেকে কুয়াশায় ঢেকে কলকাতা, জমিয়ে শীত বঙ্গে, দিনের সর্বোচ্চ ও সর্বোনিম্ন তাপমাত্রা কত
- FB
- TW
- Linkdin
মঙ্গলবার সকাল থেকেই রোদের দেখা নেই। কুয়াশাতে ঢেকে রয়েছে গোটা শহর কলকাতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা রোদ ওঠে দক্ষিণবঙ্গে।
এদিন সকালে কুয়াশার কারণে দৃশ্যমানতা ছিল ২০০ মিটারের নীচে। বিভিন্ন জেলায় তা ২০০ মিটারেরও কম ছিল এদিন সকালে।
ঠাণ্ডা সকাল থেকে দক্ষিণবঙ্গে অনুভুত হলেও, তাপমাত্র ছিল স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি, ১৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি রাতের তাপমাত্রাও ছিল তিন ডিগ্রি বেশি।
আজ রাতের দিকে খানিক তাপমাত্রার পারদ বেশ খানিকটা বাড়লেও বাতাসে আদ্রতা জণিত অস্বস্তি থাকবে না। পাশাপাশি জাঁকিয়ে ঠাণ্ডা পড়ছে উত্তরবঙ্গে।
বেশি কিছু জেলা, যেমন মালদা, মুর্শীদাবাদ ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরেও কুয়াশার কারণে দৃশ্যমানতা কম। নেমেচে তাপমাত্রার পারদ।
উত্তরবঙ্গে মেঘলা আকাশ। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী কয়েকদিনেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যের বিভিন্ন জেলা সহ শহর কলকাতায়।
তবে রাতের দিকে তাপমাত্রার পারদ খুব একটা এখনই নামছে না। বাতাসে জলীয়বাস্প থাকার কারণে বুধবার সকালেও কুয়াশাতে ঢাকবে শহর।