শীত বিদায়ে তাপমাত্রার পারদ তুঙ্গে, উইকএন্ডে ছুঁতে পারে ৩৫ ডিগ্রি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া
First Published Feb 23, 2021, 10:58 AM IST
এবারে বেশ জমিয়ে শীত পড়েছিল বাংলা তথা শহর কলকাতায়। তবে এবার বসন্ত এসেগেছে, জানান দিচ্ছে আবহাওয়া। ফলে ধীরে ধীরে বাড়ছে গরম, কমছে শহর ও বাংলা জুড়ে শীতের দাপট।

ধীরে ধীরে কমছে শীতের দাপট। আবহাওয়া ক্রমেই গরম হয়ে উঠছে। চলতি সপ্তাহেই বাড়বে তাপমাত্রা।

বাতাসে হালকা হাওয়া ও আদ্রতা জণিত অস্বস্তি ইতিমধ্যেই মালুম পড়ছে বেলার দিকে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি।

মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি। দক্ষিণবঙ্গে বাড়বে সপ্তাহের শেষে তাপমাত্রার পারদ।

সপ্তাহের শেষে তাপমাত্রা পৌঁচ্ছে যেতে পারে ৩৫ ডিগ্রিতে। তবে উত্তরবঙ্গে থাকছে বৃষ্টির সম্ভাবনা।

সপ্তাহের শেষে দার্জিলিংসহ কালিম্পং একাধিক এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাতাসে জলীয় বাস্পের পরিমাণ ৯০ শতাংশ ছুঁলো, যার ফলে বাড়ছে অস্বস্তি, কলকাতা আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আকাশ থাকবে পরিষ্কার।

এখনই দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণের বিভিন্ন জেলায় তাপমাত্রা ওঠা নামা করবে। পূবালী হাওয়াতেই বাড়তে তাপমাত্রা।

সকালের দিকে খানিক শীতভাব অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়বে তাপমাত্রা। এমনটাই জানানো হল হাওয়া অফিস থেকে।

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?