সংক্ষিপ্ত
সম্প্রতি সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল যে এবার ১৫ বছরের ঊর্ধ্বে সকলেই করোনার টিকা নিতে পারবে। সোমবার থেকেই শুরু হচ্ছে তাদের টিকাকরণ। কয়েকদিন আগেই একথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২৭ ডিসেম্বর ডিসেম্বর রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ (Daily Corona Cases) ছিল ৪৩৯। আর মাত্র এক সপ্তাহের মধ্যেই তা বেড়ে ছাড়িয়ে গেল ৬ হাজারের গণ্ডি। অর্থাৎ, গত ৬ দিনে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যায় প্রায় ১৫ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা (Kolkata)। কারণ রাজ্যের মধ্যে সবথেকে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতায়। শুধু কলকাতাতেই সংক্রমণ ৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ। এর মধ্যে অবশ্য অনেকেই করোনার টিকা (Corona Vaccine) নিয়ে ফেলেছেন। কিন্তু,বাকি রয়ে গিয়েছে বাড়ির খুদেরা।
তবে সম্প্রতি সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল যে এবার ১৫ বছরের ঊর্ধ্বে সকলেই করোনার টিকা নিতে পারবে। সোমবার থেকেই শুরু হচ্ছে তাদের টিকাকরণ (Vaccination)। কয়েকদিন আগেই একথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। টিকা নেওয়ার জন্য তাদের কো-উইন অ্যাপে রেজিস্টার করতে হবে। আর রেজিস্টার করার জন্য আধার কার্ড (Aadhar Card) না থাকলে তারা স্কুলের আইডি কার্ডও ব্যবহার করতে পারে বলে জানানো হয়েছে। কিন্তু, সন্তানকে টিকা দিতে নিয়ে যাওয়ার আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখুন।
আরও পড়ুন- এক সপ্তাহের মধ্যে ৪৩৯ থেকে ৬১৫৩, রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ
- আপনার সন্তানের কোনও অ্যালার্জি বা রোগ আছে কিনা সেই বিষয়টি জেনে নিন। যদি থাকে তাহলে তা নিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। তারপরই তাকে করোনার টিকা দেওয়ান। না হলে টিকা নেওয়ার পর শরীর খারাপ হতেই পারে।
- টিকা নিতে যাওয়ার আগে ঘুম খুবই প্রয়োজন। তাই যেদিন সে করোনার টিকা নেবে তার আগের দিন রাতে তার যাতে ঘুম ভালো হয় সেদিকে খেয়াল রাখুন। তার সঙ্গে স্বাস্থ্যকর খাওয়াদাওয়া ও শরীরচর্চার বিষয়গুলিও নজর দিন। এছাড়া খালি পেটে তাকে টিকা দিতে নিয়ে যাবেন না। ভরপেট খাইয়েই টিকা দেওয়াবেন।
- টিকা নেওয়ার পর হালকা জ্বর, হাতের পেশিতে ব্যথা, গলা শুকিয়ে যাওয়া খুবই সাধারণ কয়েকটি উপসর্গ দেখা যায়। আর এগুলি হলেই বোঝা যায় যে টিকা সঠিকভাবে কাজ করতে শুরু করে দিয়েছে। ফলে এসব নিয়ে অযথা ভয় পাবেন না। আর আপনার সন্তানের মধ্যেও অযথা আতঙ্ক ছড়াবেন না। ব্যথা যদি খুব বেশি হয় তাহলে চিকিৎসকের পরামর্শ মতো সন্তানকে প্যারাসিটামল খাওয়াতে পারেন।
- টিকা নেওয়ার ২ থেকে ৩দিনের মধ্যে যদি সন্তানের জ্বর না সারে অথবা শরীরে কোনও অ্যালার্জি দেখা দেয়, সেক্ষেত্রে অতি অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন। সেটা কোনওভাবেই ফেলে রাখবেন না। টিকা নেওয়ার পর জ্বর এলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ সন্তানকে দেবেন না। পরিবর্তে প্রচুর জল খাওয়ান। টিকা নেওয়ায় স্থানে ঠান্ডা জলের সেঁকও দিতে পারেন। পাশাপাশি ইঞ্জেকশনের ব্যথা কমানোর জন্য অনেক মলম পাওয়া যায় সেগুলিও লাগাতে পারেন। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো।