সংক্ষিপ্ত

 নিজের প্রফাইল পিকচারে প্রধানমন্ত্রীর মতো জাতীয় পতাকার ছবি লাগাবেন কী করে?একনজরে দেখে নিন নিয়মগুলি....

স্বাধীনতার ৭৫ তম বছর উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশজুড়ে চলছে আজাদি কা অমৃত মহোৎসব। ৭৫ তম স্বাধীনতা দিবসে গোটা দেশবাসীকে ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্দেশে ২২ জুলাই হর ঘর তেরঙ্গা কর্মসূচি চালু করা হয়। এই কর্মসূচির আওতায় প্রত্যেক ঘরে জাতীয় পতাকা উত্তোলন করতে দেশবাসীকে আবেদন জানান প্রধানমন্ত্রী। শুধু তাই নয় ২ থেকে ১৩ অগাস্ট পর্যন্ত সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচারে ত্রিবর্ণ পতাকা রাখতেও আবেদন করেছেন নরেন্দ্র মোদী।   

  

২ অগাস্ট জাতীয় পতাকার নকশা নির্মাতা পিঙ্গালি ভেঙ্কাইয়ার জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার বদলে জাতীয় পতাকার ছবি রাখেন প্রধানমন্ত্রী, এবং ২ থেকে ১৩ অগাস্ট সকল দেশবাসীকেও নিজেদের প্রোফাইল পিকচারে তেরঙ্গার ছবি রাখার কথা বলেন।    

আরও পড়ুনকংগ্রেসের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচারে নেহেরুর ছবি, সমালোচনার ঝড় গেরুয়া শিবিরে  

পতাকা উত্তোলনের পুরনো নিয়মগুলিও এই বছর পরিবর্তন করা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী সূর্যাস্ত এবং সূর্যদয়ের আগে ও পরে পতাকা উত্তোলন করা যেত না। কিন্তু সম্প্রতি নরেন্দ্র মোদী এই নিয়ম পরিবর্তন করে দিনের যে কোনও সময় পতাকা উত্তোলনের অনুমতি দেন।   

আরও পড়ুন ঘরে ঘরে উড়বে তেরঙ্গা, মোদী সরকারের উদ্যোগে ন্যায্যমূল্যে মিলছে জাতীয় পতাকা

হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও টুইটারের ক্ষেত্রে প্রোফাইল পিকচার কী ভাবে বদলাবেন?  

ফেসবুক, টুইটার অথবা ইন্সটাগ্রাম অ্যাপটি খুলুন।  

ফ্ল্যাগ অপশনটি সার্চ করে সেখানে ইন্ডিয়া সিলেক্ট করুন।  

এবার আপনার প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার ফ্রেমটি আসবে।  

এবার ফ্রেমটি নিজের মতো অ্যাাডজাস্ট করে সেভ অপশনে ক্লিক করুন।  

 

ইস্টাগ্রামের ক্ষেত্রে নিয়মগুলি দেখে নিন.... 

ইন্সটাগ্রামে প্রোফাইল পিকচার কী ভাবে বদলাবেন?  

  

ইন্সটাগ্রাম অ্যাপের ডান্দিকের নীচের দিকে প্রোফাইল আইকনে যান।   

  

এডিট প্রোফাইল অপশনে ক্লিক করুন।   

  

অ্যাড নিউ প্রোফাইল পিকচার অপশনে যান এবং আপনার ডাউনলোড করা প্রোফাইল পিকচারটি বেছে নিন।   

  

পরবর্তী ডান দিকের তির চিহ্নে ক্লিক করুন।   

  

সেভ অপশনে ক্লিক করুন।  

  

অবশেষে ডানদিকের কোনের তিনটি ডটে ক্লিক করে সেভ অপশনে গিয়ে নিজের প্রোফাইল ছবিটি দেখুন।   

 

টুইটারের ক্ষেত্রে নিয়মগুলি দেখে নিন.... 

টুইটার অ্যাকাউন্টটি খুলে এডিট প্রোফাইল অপশনে যান।  

ডিসপ্লে পিকচারে ক্লিক করুন, এবং জাতীয় পতাকার অপশনের আগে ‘Choose the existing photo’ অপশনে যান।  

এবার ছবিটি আপলোড করে সেভ অপশনে ক্লিক করুন।  

হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে নিয়মগুলি দেখে নিন.... 

আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন এবং সেটিংস অপশনে যান।  

প্রোফাইল পিকচার অপশনে ক্লিক করে ছবি আপলোড করুন  

আরও পড়ুনস্মৃতির পাতায় আজ ফিকে তেরঙ্গার কারিগর, ভেঙ্কাইয়ার সম্মানে বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করল মোদী সরকার