মর্মান্তিক ঘটনার সাক্ষী মহারাষ্ট্র
ভান্ডারা জেলা জেনারেল হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড
আগুনে পুড়ে খাক ১০ নবজাতক
এক্স গ্রাসিয়া ঘোষণা করে তদন্তের নিরর্দেশ দিলেন উদ্ধব
মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের ভান্ডারা জেলা জেনারেল হাসপাতাল। শনিবার ভোর ২টো নাগাদ আগুন লাগে হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিটে (এসএনসিইউ)। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১০ নবজাতকের। হাসপাতালের এক ডাক্তার জানিয়েছেন মৃত শিশুদের বয়স ছিল এক থেকে তিন মাসের মধ্যে।
জানা গিয়েছে কর্তব্যরত এক নার্সই প্রথম ওই ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। তিনিই খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। তাঁরা খবর দেন দমকলে। ছুটে আসে বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন। ঘটনাস্থলে গিয়ে তারা উদ্ধার কাজ শুরু করলেও ওই ১০টি শিশুকে বাঁচানো যায়নি। জানা গিয়েছে ওই ইউনিটে ১৭ জন শিশু ভর্তি ছিল। দমকল কর্মীরা তার মধ্যে ৭ জনকে উদ্ধার করতে সক্ষম হন।
Ten children died in a fire that broke out at Sick Newborn Care Unit (SNCU) of Bhandara District General Hospital at 2 am today. Seven children were rescued from the unit: Pramod Khandate, Civil Surgeon, Bhandara, Maharashtra pic.twitter.com/bTokrNQ28t
— ANI (@ANI) January 9, 2021
তবে হাসপাতালের চারতলা ভবনটিতে কীভাবে আগুন লাগল, সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, নবজাতক শিশুদের যে ওয়ার্ডে রাখা হয় সেখানে অবিচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করা প্রয়োজন। তাই হাসপাতালের কর্মীরা আগুন নেভানোর যন্ত্র ব্যবহার করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। উল্টে ধোঁয়ার দাপটে তাঁরা কয়েকজনও অসুস্থ হয়ে পড়েন।
भंडारा येथील जिल्हा रुग्णालयात शिशू केअर युनिटला लागलेल्या आगीत नवजात अर्भकांच्या झालेल्या मृत्यूबद्दल मुख्यमंत्री उद्धव बाळासाहेब ठाकरे यांनी तीव्र दुःख व्यक्त केले आहे.
— CMO Maharashtra (@CMOMaharashtra) January 9, 2021
Heart-wrenching tragedy in Bhandara, Maharashtra, where we have lost precious young lives. My thoughts are with all the bereaved families. I hope the injured recover as early as possible.
— Narendra Modi (@narendramodi) January 9, 2021
The fire accident in Bhandara district hospital, Maharashtra is very unfortunate. I am pained beyond words. My thoughts and condolences are with bereaved families. May God give them the strength to bear this irreparable loss.
— Amit Shah (@AmitShah) January 9, 2021
নিহত শিশুদের হতভাগ্য বাবা-মা'কে খবর দেওয়া হয়েছে। উদ্ধার করা ওই সাত নবজাতককে অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া আইসিইউ ওয়ার্ড, ডায়ালাইসিস উইং এবং লেবার ওয়ার্ডের রোগীদেরও অন্য নিরাপদ ওয়ার্ডে সরিযে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে এই ঘটনায় গত শিসুদের পরিবারদের সমবেদনা জানিয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য পাঁচ লক্ষ টাকার এক্স গ্রাসিয়া ঘোষণা করেছেন। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও আদেশ দিয়েছেন। বিরোধী দলগুলিও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 9, 2021, 12:09 PM IST