খারাপ খবর! ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে পেনশন অফিস, বিপাকে ৫ লক্ষ পেনশনভোগী
সরকার ১ এপ্রিল থেকে পেনশন অফিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে প্রায় ৫ লক্ষ পেনশন প্রাপক প্রভাবিত হবেন। এই নতুন ব্যবস্থার কারণে পেনশন সংক্রান্ত কাজের জন্য তাঁদের রাজধানী যেতে হবে, যা নিয়ে পেনশনভোগী সংগঠনগুলি প্রতিবাদ শুরু করেছে।

বছরের শুরুতে খারাপ খবর। এবার চিন্তায় পড়তে চলেছেন পেনশন প্রাপকরা। জানা যাচ্ছে, ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে পেনশন অফিস। প্রায় ৫ লক্ষ পেনশন প্রাপকরা এবার বিপাকে। সদ্য প্রকাশ্যে এল এমনই খবর। জেনে নিন ঠিক কেন এমন সিদ্ধান্ত নিল সরকার।
জানা গিয়েছে, নতুন ব্যবস্থা বাস্তবায়নের জন্য অর্থ বিভাগ প্রস্তুতি শুরু করেছে। রাজ্য অর্থ বিভাগ ইতিমধ্যেই এর প্রথম পদক্ষেপ নিতে চলেছে। এর প্রাথমিক লক্ষ্য হল পেনশন বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং দ্রুত করা। সরকার বিশ্বাস করে যে এটি কেবল কাজের গতি বাড়াবে না বরং অপ্রয়োজনীয় কাগজপত্রও কমাবে।
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের পেনশনভোগীরা আগামী দিনে একটি বড় সমস্যার সম্মুখীন হতে চলেছেন। কারণ সেখানে বন্ধ হচ্ছে পেনশন অফিস। এর ফলে এই কাজ করতে রাজধানী ভোপালে যেতে হবে।
সদ্য মধ্যপ্রদেশের সরকার নিয়েছে এই পদক্ষেপ। এর দ্বারা সমস্যায় পড়বেন ৫ লক্ষ পেনশনভোগী। ছোট কোনও দরকারের জন্যও তাদের এবার থেকে যেতে হবে ভোপালে। এই সিদ্ধান্তের পর প্রতিবাদ শুরু করেছে পেনশনভোগীরা।
চাকরি থেকে অবসরের পর মেলে পেনশন। আর এই পেনশন যারা পান, তারা অধিকাংশই বয়স্ক কিংবা তাদের কোনও শারীরিক জটিলতা আছে। তাই তাদের পক্ষে বার বার ভোপাল যাওয়াটাও বেশ সমস্যার। সে কারণে পেনশন সমস্যা সমাধান সমিতি কমিটি এই নিয়ে বিরোধীতা করেছে।

