সংক্ষিপ্ত

  • মহারাষ্ট্রের ধুলেতে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা
  • ট্রাক দুর্ঘটনায় বলি ১৫ জন
  •  আহত অন্তত ৩৫ 
  • আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

মহারাষ্ট্রের ধুলেতে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, একটি মাল বোঝাই ট্রাকে গিয়ে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি বাসের গায়ে। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরেই ঘটে গিয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনা। ভয়াবহ এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১১ জনের এবং আহত হয়েছেন অন্তত ৩৫ জন। 

ঘটনাটি রয়েছে, মহারাষ্ট্রের নিমগুল গ্রামের কাছে শাহাদা-দন্ডাইচা সড়কের কাছে। জানা গিয়েছে, ওই সরকারি বাসটি শাহাদার দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে ১১ জনের মৃত্যুর খবর জানানো হলেও পরে থেকে জানা গিয়েছে ১৫ জনের মৃত্যু হয়েছে। দুই গাড়ির চালকও মারা গিয়েছে বলে খবর। এদিন গুরুতর যখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৩৫ বাসযাত্রীকে। 

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় খুলল স্কুল, কিন্তু গড়হাজির পড়ুয়ারা

তাঁদের মধ্যে ২৩ জন বাসযাত্রীর অবস্থা স্থিতিশীল হলেও বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই মৃতদেহগুলিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। এদিন দন্ডাইচা থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর জানিয়েছেন, প্রবল গতি ধেয়ে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়েই ট্রাকটি ধাক্কা মারে বাসকে। বাসটিকে সেইভাবেই হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বেশ খানিকটা দূর। ট্রাকটির বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।