অটো থেকে সেই মেয়েটির চিৎকার শুনে আশেপাশের লোকজন পুলিশে খবর দেয়। 

চেন্নাইতে ভয়ঙ্কর ঘটনা। ১৮ বছরের এক কিশোরীর উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। কিলামবাক্কাম বাস টার্মিনাসের কাছে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। 

বাসের জন্য অপেক্ষা করছিলেন ওই কিশোরী। তখন এক অটোচালক তাঁকে অটোতে উঠতে বলেন। এরপর মেয়েটি অটোতে উঠতে অস্বীকার করলে তাঁকে জোর করে অটোতে তোলা হয় বলে অভিযোগ। কিন্তু অটোটি কিছুদূর যাওয়ার পর, আরও দুজন ব্যক্তি অটোতে ওঠেন। তারা মেয়েটিকে উত্ত্যক্ত করতে শুরু করলে মেয়েটি চিৎকার করতে শুরু করে। কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করলে মেয়েটিকে ছুরি দেখিয়ে ভয় দেখানো হয় বলেও জানা গেছে।

কিন্তু চলন্ত অটো থেকে মেয়েটির চিৎকার শুনে আশেপাশের লোকজন পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে অটোর পিছু ধাওয়া করে। পুলিশকে দেখে অভিযুক্তরা মেয়েটিকে রাস্তায় ফেলে রেখেই পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটি সেলামে কাজ করে। তবে সে আদতে তামিলনাড়ুর বাসিন্দা নয়। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজ শুরু করা হয়েছে।

উল্লেখ্য, তামিলনাড়ুতে মাদক নেওয়ার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সেইসঙ্গে নারীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের ঘটনাও বেশ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিজেপি নেতা আন্নামালাই এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, “এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকার মাদক পাচারকারীদের তামিলনাড়ুতে অবাধ বিচরণ করার সুযোগ দিচ্ছে।"

সবমিলিয়ে এই ঘটনার পর, ফের একবার কাঠগড়ায় সরকার। কার্যত, ভয়ঙ্কর ঘটনা। ১৮ বছরের এক কিশোরীর উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে চেন্নাইতে। কিলামবাক্কাম বাস টার্মিনাসের কাছে এই ঘটনাটি ঘটেছে বলে খবর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।