কিছুটা হলেও কমল করোনাভাইরাসের দাপটএদিন অন্তত দীর্ঘদিন বাদে দৈনিক সংখ্যা বৃদ্ধির রেকর্ড হল নাদৈনিক বৃদ্ধির সংখ্যা কমে প্রায় ৩৭০০০-এ নেমে গেলএকই সময়ে সুস্থ হলেন ২৪০০০ জন

কিছুটা হলেও ভারতে সংক্রমণের দাপট কমল করোনাভাইরাসের। গত কয়েকদিন ধরে যেভাবে লাউপিয়ে লাফিয়ে দৈনিক নতুন আক্রান্তের সংখ্য়ার রেকর্ড বৃদ্ধি ঘটছিল, তাতে কিছুটা হলেও ব্রেক লাগল মঙ্গলবার। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করোনাভাইরাস মামলায় বেড়েছে ৩৭,১৪৮ টি। যার ফলে এদিন ভারতের মোট আক্রান্তের সংখ্যা ১১.৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে বর্তমানে ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১১,৫৫,১৯১। আর গত ২৪ ঘন্টায় ৫৮৭ জন করোনা রোগীর মৃত্যু হওয়ায় এই রোগে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ভারতে মৃত্যু হল ২৮,০৮৪ জনের।
দেশে বর্তমানে সক্রিয় মামলা রয়েছে ৪,০২,৫২৯ টি আর ৭,২৪,৫৭৭ জন সুস্থ হয়ে গিয়েছেন এবং একজন ব্যক্তি ভারত ছেড়ে চলে গিয়েছেন। সব মিলিয়ে ভারতে সুস্থ হয়ে ওঠার হার এখন ৬২.৭২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোভিড মুক্ত হয়েছেন ২৪,৪৯১ জন।

আইসিএমআর জানিয়েছে, সোমবার ভারতে করোনা পরীক্ষা করা হয়েছে ৩,৩৩,৩৯৫ টি। যার ফলে ২০ জুলাই পর্যন্ত ভারতে মোট করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে গত ১,৪৩,৮১,৩০৩ টি।