Assam : অসমে অ্যাকশন শুরু, জালে বড় পাণ্ডা! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ
অসম পুলিশের জালে বাংলার কুখ্যাত জঙ্গি! বিশেষ অভিযানে মোট ৮জন জঙ্গিকে গ্রেফতার করে অসম পুলিশ। মহম্মদ সাব শেখ নামে এক জঙ্গিকেও গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানায় এলাকায়।
অসম পুলিশের জালে বাংলার কুখ্যাত জঙ্গি! বিশেষ অভিযানে মোট ৮জন জঙ্গিকে গ্রেফতার করে অসম পুলিশ। মহম্মদ সাব শেখ নামে এক জঙ্গিকেও গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানায় এলাকায়। ভোটার তালিকায় নাম রয়েছে জঙ্গি মহম্মদের। 'আনসারুল্লা বাংলা'র সদস্য এই মহম্মদ সাব শেখ। কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করত সে। যদিও এই মহম্মদ সাব শেখের জন্ম বাংলাদেশের রাজশাহীতে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।