সংক্ষিপ্ত

  •  'ট্রিম্যান সিন্ড্রোম' -এ  আক্রান্ত ছত্তিশগঢ়ের কিশোরী পূজা  
  • মাত্র  ৮ বছর বয়সেই জটিল ব্যাধিতে ভুগছে শিশু কন্যাটি 
  • অথচ এই ভয়ঙ্কর রোগের কোনও তেমন চিকিৎসা নেই 
  • তাই এটা নিয়ে স্বভাবতই এখন চরম চিন্তায় পূজার পরিবার 


 'ট্রিম্যান সিন্ড্রোম' -এ  আক্রান্ত ছত্তিশগঢ়ের বস্তার জেলার কিশোরী পূজা৷ মাত্র  ৮ বছর বয়সেই জটিল ব্যাধিতে ভুগছে শিশু কন্যাটি ৷ জন্মের এক বছরের মধ্যেই পূজার বাঁ পায়ে একটা দাগ লক্ষ্য করা যায় ৷ কিন্তু সেই ছোট্ট দাগই ধীরে ধীরে বড় হতে থাকে ৷ ক্রমেই দুটি পা-তেই তা ছড়িয়ে পড়ে ৷ শুধু পা-ই নয়, হাত এবং ঘাড়েও ছড়িয়ে পড়েছে এই ঘা ৷

আরও পড়ুন, শাহরুখ থেকে মমতা, নরেন্দ্র মোদী- সকলেরই চুম্বনের সেরা ৩৪টি ছবির অ্যালবাম

সূত্রের খবর, এর ঠিকঠাক কোনও চিকিৎসাও না থাকার দরুণ মেয়েকে নিয়ে দান্তেওয়াড়া জেলার ইন্দ্রাবতী নদীর ধারে তুমরি গুন্ডা গ্রামে এখন রয়েছেন পূজার পরিবার ৷ মাওবাদী অধ্যূষিত ওই এলাকায় এমনিতেই চরম সমস্যায় থাকেন সাধারণ মানুষ ৷ তার উপর এই জটিল রোগের চিকিৎসা কী হবে, তা নিয়ে স্বভাবতই এখন চরম চিন্তায় পূজার পরিবার৷

আরও পড়ুন, মার্চ মাসে পরপর ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, বন্ধ থাকতে পারে এটিএম পরিষেবাও

বিরল এই রোগের নাম এপিডারমোডিপ্লেসিয়া ভেরিউসিফর্মিস। নামের মতই রোগটাই অত্য়ন্ত জটিল ও বিরল। অথচ এই ভয়ঙ্কর রোগের কোনও তেমন চিকিৎসা নেই। এই রোগে আক্রান্ত হলে শরীরের যেকোনও অংশ গাছের ডালপালার আকার ধারণ করে। এদিকে বিশেষজ্ঞরাও এই রোগ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন, যাতে মানুষ এই রোগের কবলে না পড়ে। আর আক্রান্ত হলেও যেন মুক্তি পায়।