সংক্ষিপ্ত
- দেশের করোনা পরিস্থিতি ক্রমে আয়ত্বের বাইরে যাচ্ছে
- গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে রেকর্ড সংখ্যক আক্রান্ত
- এবার সংক্রমণ থেকে বাদ গেল না রাজভবনও
- একসঙ্গে আক্রান্ত হলেন ৮৪ জন নিরাপত্তারক্ষী
দেশে লাগামছাড়া ভাবে বাড়ছে সংক্রমণ। একের পর এক সরকারি দফতরে হানা দিচ্ছে মারণ ভাইরাস। এবার তামিলনাড়ুর রাজভবনেও করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। রাজভবনের ৮৪ জন কর্মীর শরীরে মিলেছে মারণ ভাইরাস।
সম্প্রতি রাজভবনে কর্মরত কয়েকজনের শরীরে করোনার লক্ষণ দেখতে পাওয়া যায়। এরপরেই রাজভবনে কর্মরত ১৪৭ জনের করোনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৮৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এরা সকলেই রাজভবনের নিরাপত্তা ও দমকলের দায়িত্ব রয়েছেন। তবে তামিলনাড়ুর রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত গত কয়েকদিনে আক্রান্তদের কারোর সংস্পর্শে আসেননি বলে জানিয়েছেন রাজভবনের এক বরিষ্ঠ আধিকারিক।
আরও পড়ুন: বলিউডের সঙ্গে যোগ রয়েছে পাকিস্তান ও আইএসআইয়ের, চাঞ্চল্যকর অভিযোগ সর্বভারতীয় বিজেপি নেতার
আক্রান্তররা সকলেই রাজভহবনের মূল ভবনে নয় বরং প্রধান ফটকে দায়িত্বে ছিলেন। তাতে ইতিমধ্যে সরকারি নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে গোটা রাজভবন চত্বরে ডিসইনফেক্টের কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন: বলিউডের পাকিস্তানি যোগ নিয়ে সোচ্চার বিজেপি নেতা, নিশানায় কী তবে শাহরুখ, বাড়ছে জল্পনা
এদিকে রেকর্ড গড়ে বুধবার তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়েছে ৫,৮৪৯ জন। যা এখনও পর্যন্ত এই রাজ্যে সর্বোচ্চ। ফলে তামিলনাড়ুতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে কোভিড ১৯ রোগে মৃত্যু হয়েছে ৫২২ জনের। যার মধ্যে রাজধানী চেন্নাই অঞ্চলে সংখ্যাটা ৪৪৪। ফলে তামিলনাড়ুতে করোনা এখনও পর্যন্ত প্রাণ কাড়ল ৩,১৪৪ জনের।