- Home
- India News
- দুর্দান্ত খবর! একধাক্কায় বেতন বাড়ছে দ্বিগুণ, সঙ্গে মিলবে বাড়তি DA, নতুন বছরে ‘মালামাল’ হবেন সরকারি কর্মীরা
দুর্দান্ত খবর! একধাক্কায় বেতন বাড়ছে দ্বিগুণ, সঙ্গে মিলবে বাড়তি DA, নতুন বছরে ‘মালামাল’ হবেন সরকারি কর্মীরা
- FB
- TW
- Linkdin
কেন্দ্রীয় সরকারি কর্মী হোক বা রাজ্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের কত শতাংশ ডিএ বৃদ্ধি হল কিংবা কত শতাংশ বেতন বাড়ল তা সব সময় থাকে আলোচনার শীর্ষে।
এবার খবরের শিরোনামে বেতন কমিশনের খবর। ২০২৬ সালে বসতে চলেছে অষ্টম বেতন কমিশন।
প্রতি ১০ বছর অন্তর গঠিত হয় পে কমিশন। যা ফলে সরকারি কর্মীদের বেতন ও পেনশনভোগীদের পেনশন বৃদ্ধি পায়।
২০২৬ সাল গঠিত হবে অষ্টম বেতন কমিশন। এতে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর এই কমিশনের খবর এল প্রকাশ্যে।
অষ্টম বেতন কমিশন নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। এর প্রভাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিশাল মাত্রায় বেতন বাড়তে চলেছে।
শোনা যাচ্ছে, অষ্টম পে কমিশন গঠনের পর অষ্টম বেতন কমিশনের বেসিক ১৮ হাজার থেকে বেড়ে হবে ৩৪,৫০০ টাকা।
এরই সঙ্গে বাড়বে ডিএ। প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ ডিএ বাড়ে সরকারি কর্মীদের।
এবার ৩ শতাংশ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। যা মিলবে জানুয়ারি থেকে। সব মিলিয়ে নতুন বছরে মোটা টাকা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
এদিকে নতুন পে কমিশন গঠন হবে বেসিক যেমন হবে ৩৪৫০০। তেমনই বেতন হবে ৫০ হাজারের বেশি।
সব মিলিয়ে সুদিন আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। শীঘ্রই হবে বেতন বৃদ্ধি। আগামী বছরে মালামাল হবেন তাঁরা।